নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : আইএএসের পর এবার আইপিএস। রাজ্য সরকারগুলির ক্ষমতা খর্ব করতে ফের উদ্যোগী কেন্দ্রীয় সরকার। আইএএস অফিসারদের কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানোর বিধি বদল করা নিয়ে যখন দেশজুড়ে সমালোচনায় সরব বিরোধীরা, তখন আরও একধাপ এগিয়ে এবার আইপিএস ক্যাডার নীতিতেও বদল আনতে মরিয়া কেন্দ্র। এজন্য আইন পরিবর্তন করতে চায় মোদি সরকার। এতদিন পুলিশ অফিসারদের কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানোর যে প্রক্রিয়া ছিল এবার তাতে সংস্কার শুরু করে দিল কেন্দ্রীয় সরকার। লক্ষ্য একটাই, যাতে রাজ্যগুলির অনুমোদন এড়িয়ে কেন্দ্রীয় সরকার সরাসরি তাঁদের নিয়োগ করতে পারে। এই প্রক্রিয়ার প্রাথমিক ধাপ হিসাবে ডিআইজি পদমর্যাদার আইপিএস অফিসারদের কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠানোর যে চিরাচরিত ‘এম্প্যানেলমেন্ট’ প্রক্রিয়া রয়েছে এবার তা খারিজ করে দিল কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন-হাঙরের আতঙ্ক
এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুক্তি, পুরনো এই প্রক্রিয়ায় অফিসারদের কেন্দ্রীয় ডেপুটেশনে আনার ক্ষেত্রে অনেক বেশি সময় লাগছে। কাজের সময় নষ্ট হচ্ছে। তাই ডিআইজি পদমর্যাদার আইপিএস অফিসারদের কেন্দ্রীয় ডেপুটেশনে নিয়োগের ক্ষেত্রে এম্প্যানেলমেন্ট প্রক্রিয়া বাতিল করার প্রস্তাব দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রকের সেই প্রস্তাবে সম্মতি দিয়েছে নিয়োগ সংক্রান্ত ক্যাবিনেট কমিটিও।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই প্রস্তাব নতুন নয়। এর আগেও দু’বার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এম্প্যানেলমেন্ট প্রক্রিয়া অবলুপ্তির প্রস্তাব দেওয়া হয়েছিল।
আরও পড়ুন-ঘোষণা ব্রিটেনের
সরকারি হিসাব অনুযায়ী, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের ডিআইজি র্যাঙ্কের প্রায় ৪৭ শতাংশ ঘাটতি রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের দাবি, এই ঘাটতি দ্রুত মেটাতেই নতুন প্রক্রিয়া। পুরনো পদ্ধতি অবলুপ্তির পর নিয়োগ সংক্রাম্ত আইনে বদল আনবে কেন্দ্র। সর্বশেষ সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ডিআইজি র্যাঙ্কের অফিসারদের নিয়োগের ক্ষেত্রে এম্প্যানেলমেন্ট প্রক্রিয়া প্রত্যাহার করার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাতে অনুমোদন দিয়েছে নিয়োগ সংক্রান্ত ক্যাবিনেট কমিটি।
আরও পড়ুন-পথে শিশুসুরক্ষায় নয়া নির্দেশিকা তৈরি
সাধারণত, এম্প্যানেলমেন্ট প্রক্রিয়া অনুযায়ী, প্রথমে বিভিন্ন রাজ্যে কর্মরত আইপিএস অফিসারদের একটি তালিকা তৈরি করে তাঁদের কাজের অভিজ্ঞতা সহ বিভিন্ন দিক খতিয়ে দেখত বিশেষজ্ঞ কমিটি। তারপর সেই সমস্ত অফিসারদের তালিকাভুক্ত করা হত। কোনও আইপিএস অফিসার এম্প্যানেলড হওয়ার অর্থ, তিনি কেন্দ্রীয় ডেপুটেশনে নিযুক্ত হওয়ার উপযুক্ত। জানা গিয়েছে, বর্তমানে ডিআইজি র্যাঙ্কের ২৫২টি অনুমোদিত পদের মধ্যে ১১৮টি এখন খালি রয়েছে। এসপি পদের ক্ষেত্রে খালি রয়েছে ১০৪টি। এই শূন্যপদগুলি পূরণ করতেই এম্প্যানেলমেন্ট প্রক্রিয়া প্রত্যাহার হল কেন্দ্রের দাবি।
আরও পড়ুন-বিদায় ডিস্কো কিং : শেষযাত্রায় অনুরাগীদের ঢল
তবে ইতিমধ্যেই বিষয়টির বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির সদস্য যশবন্ত সিনহা এই বিষয়ে বলেন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ধ্বংস করতে কেন্দ্রীয় সরকারের আরেক পদক্ষেপ এটি। আইএএস, আইপিএস-এর মতো সর্বভারতীয় আধিকারিকরাই কেন্দ্র ও রাজ্যের মধ্যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর গড়ে তোলার উপযুক্ত উদাহরণ। বর্তমান কেন্দ্রীয় সরকার নিজেদের ইচ্ছামতো কাজ করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর ওপর সরাসরি আঘাত হানছে।