হাঙরের আতঙ্ক

হাঙরদের ফাঁদে ফেলতেই ড্রাম লাইন তৈরি করা হয়। হাঙরটি এখনও ওই এলাকায় আছে কি না তা জানতে অস্ট্রেলীয় সরকার ড্রোন পাঠিয়েছে।

Must read

সিডনির সমুদ্রতটে হাঙরের আক্রমণে এক সাঁতারুর মৃত্যুর ঘটনায় অস্ট্রেলিয়ায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সেদেশের কয়েকটি সমুদ্রতট বন্ধ করে দেওয়া হয়েছে। যার মধ্যে ব্রন্টি ও বন্ডির মতো জনপ্রিয় জনপ্রিয় সি-বিচও রয়েছে। যে জায়গায় ওই হাঙর হামলা চালিয়েছিল সেই জায়গায় তৈরি হয়েছে ড্রাম লাইন।

আরও পড়ুন-ঘোষণা ব্রিটেনের

হাঙরদের ফাঁদে ফেলতেই ড্রাম লাইন তৈরি করা হয়। হাঙরটি এখনও ওই এলাকায় আছে কি না তা জানতে অস্ট্রেলীয় সরকার ড্রোন পাঠিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, লিটল বে বিচে এক সাঁতারুকে আক্রমণ করছে হাঙর। তবে এখনও পর্যন্ত মৃত সাঁতারুর পরিচয় জানা যায়নি। উল্লেখ্য, কয়েক দিনের মধ্যেই সিডনিতে এক বড় মাপের সাঁতার প্রতিযোগিতা হওয়ার কথা। ওই প্রতিযোগিতায় কয়েক হাজার সাঁতারু অংশ নেন।

Latest article