বিহারে সরকার ভাঙছে?

Must read

প্রতিবেদন : বিহারে কি বিজেপি-জেডিইউ (BJP-JDU) জোট সরকার ভাঙতে চলেছে? গত দু’দিনের পরিস্থিতিতে তেমনই ইঙ্গিত মিলছে। বিহারে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যখন তুমুল ধোঁয়াশা তৈরি হয়েছে ঠিক সে সময়ই মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ফোনে কথা বলেছেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে। তাঁদের মধ্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। কংগ্রেসের দাবি, আগামী ৪৮ ঘণ্টা বিহারে জোট রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। নীতীশের আচরণেও মিলেছে বিহারে ক্ষমতার পালাবদলের ইঙ্গিত। বিজেপির সঙ্গে ছেড়ে ফের মহাজোটের সঙ্গে নীতীশের সরকার গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার দলের সমস্ত বিধায়ক ও সাংসদদের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজনৈতিক মহলের অনুমান, ওই বৈঠকে বিজেপির সঙ্গ ছাড়ার মতো বড় সিদ্ধান্ত নিতে পারে জেডিইউ (BJP-JDU)। কংগ্রেস এবং আরজেডিও আলাদাভাবে মঙ্গলবার বৈঠক ডেকেছে। উল্লেখ্য, ২০১৭ সালে মহাজোট ভেঙে বেরিয়ে গিয়ে জেডিইউ এনডিএ-তে যোগ দিয়েছিল।

আরও পড়ুন: বিরোধী চাপে স্থায়ী কমিটিতে গেল বিদ্যুৎবিল

গত মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শপথগ্রহণ অনুষ্ঠানেও যোগ দেননি নীতীশ। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নীতি আয়োগের বৈঠকেও অনুপস্থিত ছিলেন তিনি। এনডিএতে থাকলেও এই মুহূর্তে মোদি সরকারে জেডিইউয়ের কোনও সদস্য নেই। একাধিক ইস্যুতে বিজেপি ও জেডিইউ–র মধ্যে বিরোধ বাড়ছে৷ পাশাপাশি আরজেডি নেতাদের সঙ্গে প্রকাশ্যে দেখা করেছেন নীতীশ৷ জনগণনায় জাতপাতের ইস্যুকে ঘিরে বিহারে জোট সরকারের মধ্যে ফাটল চওড়া হচ্ছে৷

Latest article