প্রতিবেদন : ভোটমুখী কর্নাটকে (Karnataka Assembly Election) প্রচার করতে গিয়ে বিতর্ক বাধালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মঙ্গলবারই কালবুরগিতে একটি রোড শো করতে গিয়ে কয়েকজন বাচ্চার সঙ্গে অন্তরঙ্গ আলাপচারিতায় মেতে ওঠেন প্রধানমন্ত্রী। হাসিঠাট্টায় জমে ওঠে আসর। কিন্তু প্রধানমন্ত্রী (PM Narendra Modi) এবং শিশুদের মাঝে ছিল কাঁটাতারের বেড়া। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনতে কটাক্ষ করে বলেন, শিশুদের সঙ্গে দেখা করতে গিয়েও মোদিকে কেন কাঁটাতারের বেড়ার মাঝে থাকতে হয়? মোদি কি শিশুদেরকেও এত ভয় পান? যে প্রধানমন্ত্রী শিশুদেরও ভয় পান তিনি কি করে দেশের সুরক্ষা নিশ্চিত করবেন? অথচ মহাঠগ সঞ্জয় শেরপুরিয়ার সঙ্গে প্রধানমন্ত্রী বিমানবন্দরের টারম্যাকে দেখা করে কুশল বিনিময় করেন। এ থেকেই বোঝা যায় প্রধানমন্ত্রী কাদের সঙ্গে ওঠাবসা করেন।
কংগ্রেসের কটাক্ষের মুখে বিজেপি পাল্টা বলেছে, প্রধানমন্ত্রী ওই কাঁটাতারের ব্যবস্থা করেননি। আগে থেকেই কাঁটাতারের বেড়া দেওয়া ছিল। তবে ভোটের আগে এই অস্বস্তির ছবি এড়িয়ে যেতে পারছেন না গেরুয়া শিবিরের নেতারাও।
আরও পড়ুন-ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, ভারতে উদ্বেগ মার্কিন রিপোর্টে