তালিবানদের সঙ্গে সম্পর্ক? উত্তর এড়ালেন জয়শঙ্কর

Must read

প্রতিবেদন : তালিবানদের প্রশ্নে সরাসরি উত্তর এড়িয়ে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় থাকবে বলে আশা প্রকাশ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনে বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে ভারত। ভারতের সঙ্গে আফগানিস্তানের বাণিজ্যিক সম্পর্ক ভাল। আফগানিস্তানের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আগামী দিনেও তা বজায় থাকবে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই মন্তব্য করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

আরও পড়ুন: ত্রিপুরায় তালিবানি হুমকি চলছে, বিজেপির হোটেল সন্ত্রাস

ভারত তালিবানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে কি না, জানতে চাওয়া হলে, সরাসরি কোনও উত্তর দেননি তিনি। বলেন, এই মুহূর্তে কাবুলের পরিস্থিতির দিকেই আমরা নজর রাখছি। সেদেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে বাড়ি ফেরানোটাই এখন আমাদের প্রধান লক্ষ্য। আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনতে আরও একটি বিমান পাঠানো হবে কাবুলে। তালিবানের সঙ্গে সম্পর্ক রাখা হবে কি না তার উত্তর দেওয়ার সময় এটা নয়। শুধু ভারত নয়, অন্যান্য দেশও আফগানিস্তানের পরিস্থিতির উপর নজর রাখছে। জয়শঙ্কর আরও বলেন, আমরা ইতিমধ্যেই আফগানিস্তানের অমুসলিম নাগরিকদের ভারতে আশ্রয় দেওয়ার কথা জানিয়েছি।

আরও পড়ুন: তালিবান আতঙ্কেই দুই ভাই ঝুলেছিলেন চাকায়

বিদেশমন্ত্রক আগেই জানিয়েছে, কাবুল ও ভারতের মধ্যে ফের বাণিজ্যিক বিমান চলাচল শুরু হলেই সে দেশের হিন্দু এবং শিখদের ফিরিয়ে আনার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। যাঁরা আফগানিস্তান থেকে ফিরে আসতে চান, তাঁদের ভারতে ফেরা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
আফগানিস্তানে আটকে থাকা সব ভারতীয়কে ফিরিয়ে আনার জন্য বিদেশমন্ত্রক একটি বিশেষ আফগানিস্তান সেলও গঠন করেছে। কোনও অমুসলিম আফগান নাগরিক ভারতে পুনর্বাসন চাইলে এই সেলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের জন্য মন্ত্রক একটি ফোন নম্বর (৯১৯৭১৭৭৮৫৩৭৯) ও একটি ই-মেল আইডি (MEAHelpdeskindia@gmail.com) দিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং দেশের স্বার্থ নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা করবে।

Latest article