তালিবান ইস্যুতে যা বললেন যশবন্ত সিনহা

Must read

প্রতিবেদন : আফগানিস্তানের পরিস্থিতি ও তালিবান সমস্যা নিয়ে বাজপেয়ী জমানার বিদেশমন্ত্রী ও বর্তমান তৃণমূল কংগ্রেস নেতা যশবন্ত সিনহা বললেন, কাবুলে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া ঠিক হয়নি। আফগানিস্তানে এখনও আটকে রয়েছেন প্রচুর ভারতীয় নাগরিক। তাঁদের এদেশে ফেরত আনার জন্য দূতাবাস খোলা রাখা অত্যন্ত জরুরি ছিল। অতীতে তালিবানদের সঙ্গে বৈঠক করেছে ভারত। এখন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে।

আরও পড়ুন: তালিবানদের সঙ্গে সম্পর্ক? উত্তর এড়ালেন জয়শঙ্কর

আফগানিস্তানের যা পরিস্থিতি তাতে ভারতের পক্ষে তিনটি করণীয়। এক, প্রকাশ্যে তালিবানদের নিন্দা করা। দুই, তালিবানদের সমর্থন করা। তিন, একেবারে চুপ থাকা। কিন্তু বেশিদিন চুপ করে থাকাও সম্ভব নয় কারণ সে দেশে আমাদের নাগরিকরা আটকে রয়েছেন। মনে রাখতে হবে, ভারতের কাছে সাধারণ আফগানরা কৃতজ্ঞ। ভারত সে দেশে অনেক উন্নয়নমূলক কাজ করেছে। আমি ২০০২ সালে আফগানিস্তান এগিয়ে উষ্ণ অভ্যর্থনা পেয়েছি।

আরও পড়ুন: ত্রিপুরায় তালিবানি হুমকি চলছে, বিজেপির হোটেল সন্ত্রাস

মোদি সরকার কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের পরামর্শ নেবেন কি না সেটা তাঁদের বিষয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন। বাংলার মানুষদের ফেরানোর উদ্যোগ নেওয়া উচিত। কেন্দ্রীয় সরকারের বিদেশমন্ত্রকের উচিত এ-ব্যাপারে আরও সক্রিয় হওয়া।

Latest article