চোট সারিয়ে ফেরা সহজ নয় : নীরজ

গুজরাটে চলতি জাতীয় গেমসে অংশ না নিলেও বুধবার প্রতিযোগিতার স্পোর্টস কনক্লেভে যোগ দিয়েছিলেন নীরজ চোপড়া, পিভি সিন্ধু, গগন নারাংয়ের মতো অলিম্পিক পদকজয়ী অ্যাথলিটরা

Must read

আমেদাবাদ, ২৯ সেপ্টেম্বর : গুজরাটে চলতি জাতীয় গেমসে অংশ না নিলেও বুধবার প্রতিযোগিতার স্পোর্টস কনক্লেভে যোগ দিয়েছিলেন নীরজ চোপড়া, পিভি সিন্ধু, গগন নারাংয়ের মতো অলিম্পিক পদকজয়ী অ্যাথলিটরা। সেখানে আলোচনায় উঠে আসে খেলোয়াড়দের চোট আঘাতের সঙ্গে লড়াইয়ের বিষয়টি।

আরও পড়ুন-চতুর্থীতে বোধন ইস্টবেঙ্গল জার্সির

অলিম্পিকে অ্যাথলেটিক্স থেকে সোনাজয়ী একমাত্র ভারতীয় নীরজ স্পোর্টস কনক্লেভে অংশ নিয়ে জানিয়েছেন, চোট আঘাত যে কোনও অ্যথলিটের জীবনে বড় ধাক্কা। কিন্তু এর পরেও সাফল্য আসে যখন তিনি পরিশ্রম করে অতিরিক্ত মাইল হেঁটে সেই খারাপ সময়টা পেরিয়ে যেতে পারেন। একই কথা বলেছেন সিন্ধু, নারাং, অঞ্জু ববি জর্জরাও।

আরও পড়ুন-‘আমার কাছে তুমিই সেরা’ ফেডেরার-বন্দনায় বিরাট

সোনার ছেলে নীরজের কথায়, ‘‘যখন আমরা চোট পাই, তখন মনে হয় সব কিছুই বোধহয় শেষ হয়ে গেল। আমার এমনটাই মনে হয়েছিল ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে। কিন্তু আমি ঠিক ফিরে এসেছিলাম। এবার বার্মিংহাম কমনওয়েলথ গেমসের আগে আবার সেই খারাপ সময়টা ফিরে আসে। দু’বারই আমার ফিরে আসার লড়াইটা সহজ ছিল না। এই সময়টা এক জন অ্যাথলিটকে ভাবতে বাধ্য করায়, সে খেলা চালিয়ে যাবে নাকি সরে যাবে। আমি দু’বারই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাকে ট্র্যাকে ফিরতেই হবে।’’ কেরিয়ারে খারাপ সময়টায় কোচ এবং ট্রেনারদের ভূমিকাও যে খুব গুরুত্বপূর্ণ, সেটাও জানিয়েছেন নীরজ।

Latest article