জেলার প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত, ৩০ নভেম্বরের মধ্যে শেষ হবে চাকলাধামের সংস্কার

সোমবার বিকেলে উত্তর ২৪ পরগনা জেলাশাসকের দফতরে চাকলা ধামের ৫০ বছর পূর্তি নিয়ে এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়

Must read

সংবাদদাতা, বারাসত : আগামী ৩০ নভেম্বরের মধ্যে শেষ হবে চাকলাধাম সংস্কারের কাজ। আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় পবিত্র চাকলাধাম সংস্কারের নির্দেশ দিয়েছিলেন। নির্দেশের পরই শুরু হয় কাজ। আপতত জোরকদমে চলছে চাকলাধাম সংস্কারের কাজ। এর মধ্যে একাধিকবার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক-সহ অনেকেই কাজ পরিদর্শন করে গিয়েছেন।

আরও পড়ুন-মুডিজ সংস্থার বিস্ফোরক রিপোর্ট, আধারে বাড়ছে তথ্য জালিয়াতি, সুরক্ষা নিয়ে গুরুতর প্রশ্ন

সোমবার বিকেলে উত্তর ২৪ পরগনা জেলাশাসকের দফতরে চাকলা ধামের ৫০ বছর পূর্তি নিয়ে এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই ঠিক হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে চাকলা ধামের সংস্কারের কাজ শেষ করা হবে। এর মধ্যে ২৯ সেপ্টেম্বর রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চাকলা ধামের কাজ পরিদর্শনে যাবেন। এদিনের বৈঠকে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক তাপস রায়, নির্মল ঘোষ। এ ছাড়াও ছিলেন রাজ্য পূর্ত দফতরের সচিব অন্তরা আচার্য, জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, এসডিও সোমা সাউ-সহ অন্য প্রশাসনিক পদস্থ কর্তারা।

Latest article