গান্ধী বনাম গডসে, মধ্যপ্রদেশে প্রচারে সরব রাহুল

Must read

প্রতিবেদন : বিজেপির বিরুদ্ধে আমাদের আদর্শগত লড়াই। ঘৃণার বিরুদ্ধে এই লড়াই। ভোটমুখী মধ্যপ্রদেশে প্রচারে গিয়ে নির্বাচনী সুর বেঁধে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একইসঙ্গে জানিয়ে দিলেন, বিজেপি মানেই নাথুরাম গডসে (Gandhi Vs Godse)। যে মহাত্মা গান্ধীর হত্যাকারী।
শনিবার মধ্যপ্রদেশে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে বিজেপিকে আক্রমণ শানিয়ে সাংসদ রাহুল গান্ধী বলেন, এটা আদর্শের লড়াই। একদিকে আছে কংগ্রেস, অন্যদিকে বিজেপি। একদিকে মহাত্মা গান্ধী, অপরদিকে নাথুরাম গডসে (Gandhi Vs Godse)। বিজেপি আর কংগ্রেসের মধ্যে পার্থক্য ততটাই, যতটা ভালবাসা এবং ভ্রাতৃত্বের সঙ্গে ঘৃণার। সুর চড়িয়ে বিজেপিকে তোপ দেগে রাহুল বলেন, বিজেপি শুধু ঘৃণা শেখায়। ওরা এতটা ঘৃণা ছড়িয়েছে যে মধ্যপ্রদেশের মানুষ এবার ওদেরই ঘৃণা করা শুরু করেছে।

আরও পড়ুন-দিল্লিতে আপ থেকে যোগ কংগ্রেসে

এর পাশাপাশি কংগ্রেস সাংসদ বলেন, আমরা মধ্যপ্রদেশে ৩৭০ কিলোমিটার হেঁটেছি এবং রাজ্যের কৃষক, মহিলা এবং যুবকদের সঙ্গে দেখা করেছি। তারা আমাকে কয়েকটি বিষয় বলেছিল। মধ্যপ্রদেশে বিজেপি যে পরিমাণ দুর্নীতি করেছে তা দেশের কোথাও হয়নি। কৃষকরা আমাকে বলেছে যে তারা তাদের পণ্যের উপযুক্ত দাম পায় না। ছত্তিশগড়ে আমরা চালের জন্য ২,৫০০ টাকা দিই। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমরা তা পূরণ করেছি। মধ্যপ্রদেশে নির্বাচনে জয়লাভ করলে জাতিভিত্তিক জনগণনার প্রতিশ্রুতি দিয়ে রাহুল আরও বলেন, ক্ষমতায় আসার পরেই আমরা প্রথম কাজটি যা করব তা হল, দেশের ওবিসিদের সঠিক সংখ্যা জানার জন্য একটি জাতিভিত্তিক জনগণনা। কারণ তাঁদের সঠিক সংখ্যা কেউ জানেন না। কেন্দ্রে ক্ষমতায় এলে ওবিসিদের প্রকৃত সংখ্যা জানার জন্য জাতশুমারি করাবে কংগ্রেস।

Latest article