কাছাকাছি অশ্বিন-বাটলার, ‘চরিত্রহননের কোনও প্রশ্ন নেই’

Must read

পুণে, ২৯ মার্চ : রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) বনাম জস বাটলার (Jos Buttler) বিতর্কের স্মৃতি এখনও টাটকা আইপিএলে। তিন বছর আগে ‘মানকাডিং’ আউট ঘিরে তুমুল আলোড়ন পড়ে গিয়েছিল বিশ্ব ক্রিকেটে। দু’জনের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছিল। একে অপরের সঙ্গে কথাও বলতেন না। সেই অশ্বিনই এখন বাটলারের সতীর্থ। এবারের নিলামে বাটলারের রাজস্থান রয়্যালস অশ্বিনকে দলে নেওয়ার পর অনেকেরই কৌতূহল ছিল দু’জনের সম্পর্কের রসায়ন নিয়ে। কিন্তু দুই তারকাই অতীত বিতর্ক ভুলে কাছে এসেছেন। বাটলার বলে দেন, ‘‘অ্যাশ, চিন্তা কোরো না আমি ক্রিজের ভিতরেই থাকব। রয়্যালসের জার্সিতে তোমাকে দেখার জন্য অপেক্ষা করছি।’’

আরও পড়ুন: ওয়ার্ন হৃদয়ে থাকবে : শচীন, মেলবোর্নে আজ শেষ বিদায়

২০১৯-এর সেই ঘটনা কি ভুলতে পেরেছেন অশ্বিন ও বাটলার? মঙ্গলবার নতুন মরশুমের আইপিএলে মাঠে নামার আগে অশ্বিন (Ravichandran Ashwin) বলেছেন, ‘‘ওই ঘটনার সময় জয়ের মন খারাপ হয়ে গিয়েছিল। এটা খুব স্বাভাবিক। কারণ, এমনটা সচরাচর কেউ আশা করে না। তবে এটা আজীবন মনে রাখার মতো ঘটনা নয়। আমরা সবাই পেশাদার ক্রিকেটার। আমরা নিজেরাও ওই ঘটনা ভুলে গিয়েছি। বাকিরা যদি সেটা মনে রাখতে চান, সেটা তাঁদের ভুল। এখানে চরিত্রহননের কোনও প্রশ্নই নেই।’’ অন্যদিকে, বাটলার (Jos Buttler) ওই মানকাডিং ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘ব্যাটাররা মাঠে নেমে যাওয়ার পর কোনও ঘটনাই আর মনে রাখে না। আমি দু’বার এরকম আউট হয়েছি। ফলে আমিও বুঝতে শিখেছি। অন্যরা কে কী বলছে, তা নিয়ে ভাবতে চাই না।’’

Latest article