মেলবোর্ন, ৮ ডিসেম্বর : অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জকোভিচকে নিয়ে সমস্ত জল্পনার অবসান হল। টুর্নামেন্টের অফিসিয়াল এন্ট্রি লিস্টে তাঁর নাম উঠেছে। সিডনিতে এটিপি কাপে জকোভিচের নাম ওঠার পরই অস্ট্রেলিয়ান ওপেনেও তাঁর নাম উঠে গেল। তবে তেইশ বারের গ্র্যান্ড স্লাম বিজয়িনী সেরেনা উইলিয়ামসের নাম অস্ট্রেলিয়ান ওপেনের এন্ট্রি লিস্টে নেই। যার অর্থ, তিনি টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না।
নিউজ ডেস্ক:প্রস্তুতির লক্ষ্যে এবার আমেরিকায় নীরজ
গতবারের চ্যাম্পিয়ন জকোভিচ সবমিলিয়ে ন’বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। কিন্তু এবার তাঁর খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল এই কারণে যে, উদ্যোক্তারা টুর্নামেন্টে অংশ নিতে খেলোয়াড়দের কোভিড ১৯-এর ডবল ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক করেছেন। কিন্তু জকোভিচ কিছুতেই জানাতে চাননি যে তিনি ভ্যাকসিন নিয়েছেন কি না।
উল্টে তিনি বলেন, একজন খেলোয়াড় তার শরীরে কী নেবে সেটা একান্তই তার ব্যাক্তিগত ব্যাপার। তিনি তাই ভ্যাকসিন নিয়েছেন কি না বলবেন না। জকোভিচের বাবা এই ইস্যুতে অস্ট্রেলিয়ান ওপেনের সংগঠকদের একহাত নিয়েছেন। এই ব্যাপারটাকে তিনি ব্ল্যাকমেল বলে দাবি করে এও বলেন, তাঁর ছেলে এবার অস্ট্রেলিয়ান ওপেনে নাও খেলতে পারেন।
নিউজ ডেস্ক:তৃণমূল কংগ্রেসের দাবী মেনে নিয়ে অবশেষে নাগাল্যান্ড ইস্যুতে অমিত শাহ ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলেন
এদিকে, গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনের সংগঠকদের পক্ষ থেকে বলা হয়েছিল, সেরেনা এখানে খেলবেন। আর একটি গ্র্যান্ড স্লাম জিতলে মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেলবেন সেরেনা। কিন্তু তিনি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন।