প্রস্তুতির লক্ষ্যে এবার আমেরিকায় নীরজ

সর্বভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন সাইকে প্রস্তাব দিয়েছিল, নীরজকে আমেরিকায় ট্রেনিংয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য।

Must read

ক্যালিফোর্নিয়া, ৮ ডিসেম্বর : প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক অ্যাথলেটিক্সে সোনা জয়ের পর সংবর্ধনার জোয়ারেই ভেসে যাচ্ছিলেন নীরজ চোপড়া। এবার তাতে ইতি টেনে জ্যাভলিন থ্রোয়ে দেশকে আরও অনেক সাফল্য এনে দেওয়ার লক্ষ্যে ট্র্যাকে ফেরার চূড়ান্ত প্রস্তুতিতে নামছেন সোনার ছেলে। মঙ্গলবারই মার্কিন মুলুকে পা রেখেছেন নীরজ।

আরও পড়ুন-নক-আউটে রিয়াল, অ্যাটলেটিকো

প্রাক-মরশুম প্রস্তুতির লক্ষ্যেই উড়ে এসেছেন ক্যালিফোর্নিয়ার চুলা ভিস্তায়। যেখানে বিশ্বমানের পরিকাঠামোয় টানা তিন মাস প্রস্তুতি সারবেন টোকিওতে ইতিহাস গড়া ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার। ৯০ দিনের মার্কিন সফরে নীরজের সঙ্গী কোচ ক্লাউস বার্তোনিজ। গত শুক্রবারই সাইয়ের তরফ থেকে ছাড়পত্র পাওয়ার পরই গত রবিবার কোচকে সঙ্গে নিয়ে জো বাইডেনের দেশে রওনা দেন ভারতের সোনার ছেলে। এদিন নিজের ট্যুইটার হ্যান্ডলে চুলা ভিস্তার ট্র্যাকে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছেন নীরজ। সেখানে লিখেছেন, ‘‘এখন সময় এসেছে অতীত ভুলে ভবিষ্যতে মনোনিবেশ করার।’’

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসের দাবী মেনে নিয়ে অবশেষে নাগাল্যান্ড ইস্যুতে অমিত শাহ ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলেন

সর্বভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন সাইকে প্রস্তাব দিয়েছিল, নীরজকে আমেরিকায় ট্রেনিংয়ে যাওয়ার ব্যবস্থা করার জন্য। মাত্র চার ঘণ্টার মধ্যে সেই প্রস্তাব অনুমোদন করে সাই। ক্যালিফোর্নিয়ার চুলা ভিস্তা এলিট অ্যাথলিট ট্রেনিং সেন্টারে নীরজ যে অত্যাধুনিক প্রশিক্ষণ নেবেন, তার সম্পূর্ণ খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার।

Latest article