নক-আউটে রিয়াল, অ্যাটলেটিকো

লিভারপুলের নজির

Must read

মিলান, ৮ ডিসেম্বর : গ্রুপ অফ ডেথ থেকে অল উইন রেকর্ড করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট রাউন্ডে পা রাখল লিভারপুল। মৃত্যু-গ্রুপে ছয় ম্যাচের প্রতিটিতেই জিতে নজির গড়ল ইয়ুরগেন ক্লপের দল। মঙ্গলবার রাতে সান সিরোতে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে সাতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এসি মিলানকে ২-১ গোলে হারিয়েছে তারা। লিভারপুলের দুই গোলদাতা মহম্মদ সালাহ ও দিভক অরিগি। মিলানের হয়ে গোল করেছেন ফিকায়ো তোমোরি।

আরও পড়ুন-সরকারি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মোদির ভোটপ্রচার নিয়ে সরব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

ম্যাচের ২৮ মিনিটেই তোমোরির গোলে এগিয়ে যায় মিলান। পরের রাউন্ডে যেতে হলে এদিন ঘরের মাঠে মিলানকে জিততে তো হতই, সঙ্গে পোর্তো বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচের ফলাফলও তাদের পক্ষে থাকতে হত। দু’টির কোনওটাই হয়নি। নিজেদের ম্যাচ যে জেতা হচ্ছে না, তা খেলার ৩৬ মিনিটেই মিলানকে বুঝিয়ে দেন মহম্মদ সালাহ। গোল করে রেডদের সমতায় ফিরিয়ে আনেন তিনি। এই নিয়ে চলতি মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ গোল করে ফেললেন মিশরীয় তারকা স্ট্রাইকার। ইউরোপে বায়ার্ন মিউনিখের রবার্ট লেয়নডস্কি ছাড়া এই কীর্তি এই মরশুমে আর কারও নেই। ৫৫ মিনিটে লিভারপুলের হয়ে জয়সূচক গোলটি করে যান দিভক ওরিগি। শেষ পর্যন্ত ২-১ স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ।

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেসের দাবী মেনে নিয়ে অবশেষে নাগাল্যান্ড ইস্যুতে অমিত শাহ ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলেন

এদিন পোর্তোকে ৩-১ গোলে হারিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করে। অ্যাটলেটিকোর হয়ে গোলগুলি করেন আঁতোয়া গ্রিজম্যান, অ্যানহেল কোরেয়া ও রদ্রিগো দি পল।
অন্যদিকে, নিজেদের ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ ‘ডি’-র শীর্ষে থেকে পরের রাউন্ডে গেল রিয়াল মাদ্রিদ। গোলদাতা টনি ক্রুজ ও মার্কো আসেনসিও। ওদিকে, বেসিকতাসকে ৫-০ গোলে হারিয়েও বিদায় নিয়েছে ডর্টমুন্ড। ‘সি’ গ্রুপ থেকে সেরা দল হয়ে পরের রাউন্ডে গেল আয়াখস।

Latest article