সংবাদদাতা, কাটোয়া : কাটোয়া কলেজের ৭৫ বর্ষপূর্তি অনুষ্ঠানে এসে যাদবপুর-কাণ্ড নিয়ে সরব হলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। বুধবার অনুষ্ঠানে এসে মন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে যাতে কোনও অশান্তি না হয় সে ব্যাপারে রাজ্য সরকারের যে নির্দেশিকা রয়েছে, তা মানে না যাদবপুর বিশ্ববিদ্যালয়। স্বপ্নদীপের মর্মান্তিক পরিণতির ঘটনা যাতে আর না ঘটে, সে ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ করছে। মুখ্যমন্ত্রী নিজে স্বপ্নদীপের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। বাড়িতে প্রতিনিধি পাঠিয়েছেন।’
আরও পড়ুন-উত্তর থেকে দক্ষিণ, জেলা পরিষদে তৃণমূলের বোর্ড গঠনে উচ্ছ্বাস, মালদহে নারীশক্তির জয়
প্রদীপবাবুর প্রশ্ন, ‘যাঁরা কথায় কথায় যাদবপুরের সমর্থনে গলা ফাটান, তাঁরা আজ চুপ কেন?’ অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও ছিলেন পরিচালন সমিতির সভাপতি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুজিত চৌধুরি, কলেজের অধ্যক্ষ নির্মলেন্দু সরকার-সহ কেতুগ্রামের কান্দরা, পূর্বস্থলী ও ভাতারের কলেজের অধ্যক্ষরা, কাটোয়ার এসডিপিও কৌশিক বসাক, আইসি প্রমুখ। যাদবপুর প্রসঙ্গে মন্ত্রীর মূল্যায়ন, রিগিং রুখতে পারে ছাত্রসমাজই। ছাত্রদের প্রাধান্য দিয়ে তাঁদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে রিগিং নির্মূল করতে হবে।’
আরও পড়ুন-আজ শহরে রাষ্ট্রপতি
উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৬ আগস্ট মাত্র ১৫৭ জন ছাত্রকে নিয়ে শুরু হয়েছিল কাটোয়া কলেজ। ৭৫ বছর পেরিয়ে শিক্ষার্থীর সংখ্যা ৮ হাজারের কাছাকাছি। কলেজে আরও বেশি বিষয়ের কোর্স খোলা ও স্নাতকোত্তর বিভাগ চালুর পরামর্শ দেন মন্ত্রী। বলেন, ‘রবীন্দ্রনাথবাবুর সুযোগ্য নেতৃত্বে পরিচালন সমিতি কলেজকে সঠিক পথে নিয়ে যাচ্ছে।’
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…