সকালেই ‘জাগো বাংলা’ হাতে পাঠকের দরবারে তৃণমূল কর্মীরা

Must read

বৃহস্পতিবার সকালেই কলকাতার পাঠকদের হাতে দৈনিক ‘জাগো বাংলা’। এখন প্রথম পর্বে মুদ্রিত সংস্করণ পাওয়া যাবে কলকাতা শহরে। আগামী দিনে ধাপে ধাপে অন্যত্র। তবে ই-পেপার জাগো বাংলা শুধু কলকাতা বা বাংলা নয়, ছড়িয়ে পড়ছে বিশ্বের দরবারে। প্রতি মুহূর্তে বাড়ছে পাঠকসংখ্যা। ইপেপার, ওয়েবসাইট এবং পিডিএফ ফাইল ছড়িয়ে পড়ছে সর্বত্র। দলের কর্মীরা শুধু নয়, সবাই শেয়ার করছেন। কলকাতার সব এলাকায় মুদ্রিত সংস্করণ সংগ্রহের আগ্রহ তুঙ্গে। হকারবন্ধুদের সহযোগিতা করছেন তৃণমূল কর্মীরা। কাগজ পড়ে খুশি পাঠকরা।

আরও পড়ুন: একুশে জুলাইয়ের সভা সেরে রাতেই দিল্লি গেলেন অভিষেক

সকালে সুকিয়া স্ট্রিটে শ্রীমানী বাজারে কাগজ নিয়ে প্রচারে ২৮, ২৭, ৩৪ ওয়ার্ডের যুব তৃণমূল কর্মীরা। ২৮-এর যুব সভাপতি সৌরভ রায় বলেন,” আমরা ইপেপার শেয়ার করছি। পিডিএফ ফরওয়ার্ড করছি। সেই সঙ্গে হকারবন্ধুর কাছ থেকে কাগজ নিয়ে এলাকায় ছাপা কাগজ সকলের দেখার ব্যবস্থা করছি।” অন্য বেশ কিছু ওয়ার্ড থেকেও একই খবর এসেছে।

Latest article