একুশে জুলাইয়ের সভা সেরে রাতেই দিল্লি গেলেন অভিষেক

Must read

লক্ষ্য ২০২৪। দেশে বিজেপি বিরোধী শক্তির মুখ এবার ‘বাংলার মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়৷ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি বিরোধী জোট গড়ার ডাক দেন তৃণমূলনেত্রী। দিল্লি থেকে স্বৈরাচারী শাসকদের হটানোর ডাক দেন তৃণমূলের  সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে বাংলায় সফল হওয়া রণকৌশলেই এবার তিনি দিল্লির দখল করতে চাইছেন বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: রাজ্যে রাজ্যে খেলা হবে: একুশের মঞ্চ থেকে চব্বিশের ঐক্য-বার্তা দিলেন তৃণমূলনেত্রী

একুশের বিধানসভা নির্বাচনের আগে ‘দিদির দূত’ হয়ে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পৌঁছে গিয়েছিলেন তৃণমূল সাংসদ৷ এবার দিল্লি গেলেন তিনি৷ সংসদে বাদল অধিবেশন চলছে সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

বুধবার, রাতের বিমানেই দিল্লি পৌঁছন অভিষেক৷ দিল্লিতে রয়েছেন প্রশান্ত কিশোরও। আগামী সপ্তাহেই রাজধানী যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Latest article