ট্রুডোকে তোপ জয়শঙ্করের

কানাডার প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে মঙ্গলবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিযোগ করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

Must read

প্রতিবেদন : জাস্টিন ট্রুডো সরকারের নীতির কারণেই কানাডায় খালিস্তানপন্থী সংগঠনগুলির এত বাড়বাড়ন্ত! কানাডার প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে মঙ্গলবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিযোগ করলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

আরও পড়ুন-সংসদে হাম.লার জন্য পরিকল্পনা অনেক আগেই

তিনি বলেন, কানাডার রাজনীতি খালিস্তানিদের পরিসর দিয়েছে এবং তাদের এমন কাজে লিপ্ত হওয়ার সুযোগ দিয়েছে যা ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি করছে। সব জেনেও ভারত-বিদ্বেষী জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে কানাডা সরকার। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে জয়শঙ্করের অভিযোগ, গত কয়েক বছরে কানাডায় বিচ্ছিন্নতাবাদী শক্তির বাড়বাড়ন্তের কারণে অপরাধ এবং হিংসার ঘটনা ঘটেই চলেছে। এই সমস্ত অপরাধ আটকাতে ভারত সরকার অনেক তথ্য দিয়ে কানাডাকে সাহায্য করেছে, দুষ্কৃতীদের প্রত্যর্পণের দাবিও জানিয়েছে। কিন্তু রাজনৈতিক কারণে এই বিষয়গুলি নিয়ে মাথা ঘামায়নি কানাডার প্রশাসন। সেখানে বিচ্ছিন্নতাবাদী হিংসার সহায়ক পরিবেশ রয়েছে বলেও মন্তব্য করেন বিদেশমন্ত্রী। এ প্রসঙ্গে কানাডার ভারতীয় দূতাবাসে খলিস্তানপন্থীদের বিক্ষোভ এবং হামলার ঘটনার প্রসঙ্গের উল্লেখ করেন তিনি। ভারতের বিদেশ মন্ত্রকের অভিযোগ, রাজনৈতিক কারণেই খালিস্তানি উগ্রপন্থীদের বিরোধিতা করার সাহস নেই কানাডার সংখ্যালঘু ট্রুডো সরকারের।

Latest article