সমবায় সমিতিগুলিও সক্রিয় উন্নয়নের কাজে : বেচারাম

পেট্রোল পাম্পের পাশাপাশি ১০ হাজার মেট্রিক টনের গুদাম ঘর ও ২৫০ মেট্রিক টনের একটি বহুমুখী হিমঘরেরও উদ্বোধন করেন মন্ত্রী বেচারাম মান্না

Must read

সংবাদদাতা, হাওড়া : সমবায় সমিতির তরফে এবার এলাকার উন্নয়নের কাজও শুরু হল। সেরকমই হাওড়ার বাণীবন জগদীশপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে চালু হল একটি পেট্রোল পাম্প। মঙ্গলবার ওই পাম্পের উদ্বোধন করলেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। ছিলেন এলাকার বিধায়ক ডাঃ নির্মল মাজি-সহ আরও অনেকে। পেট্রোল পাম্পের পাশাপাশি ১০ হাজার মেট্রিক টনের গুদাম ঘর ও ২৫০ মেট্রিক টনের একটি বহুমুখী হিমঘরেরও উদ্বোধন করেন মন্ত্রী বেচারাম মান্না।

আরও পড়ুন-ট্রুডোকে তোপ জয়শঙ্করের

ওই হিমঘর ও গুদামটি কৃষি বিপণন দফতরের তরফে তৈরি করা করা হয়েছে। তবে এগুলির পরিচালনা করবে বাণীবন জগদীশপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি। এগুলির উদ্বোধন করে মন্ত্রী বোচারাম মান্না বলেন, ২০১১ সালের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের সমবায় সমিতিগুলির ব্যাপক উন্নতি হয়েছে। এই খাতে আগের থেকে ৪ গুণ বেশি অর্থ বরাদ্দ করা হচ্ছে।

আরও পড়ুন-সংসদে হাম.লার জন্য পরিকল্পনা অনেক আগেই

সমবায়কে ঘিরে মানুষের আগ্রহও বেড়েছে। সমবায় সমিতিগুলি এখন এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজেও যুক্ত হচ্ছে। সেরকমই জগদীশপুরের এই সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে একাধিক উন্নয়নমূলক পরিষেবার সূচনা হল। আগামীদিনে বিভিন্ন সমবায় সমিতির মাধ্যমে এই ধরনের নানা পরিষেবা চলবে।

Latest article