সংবাদদাতা, জলপাইগুড়ি : ডেঙ্গু (Dengue) মোকাবিলায় তৎপর পুরসভা এলাকা পরিচ্ছন্ন রাখতে জলপাইগুড়ি পুরসভা (Jalpaiguri Municipality) এবং জেলা প্রশাসন যৌথ অভিয়ান শুরু করেছে। শুক্রবার থেকে পুরসভার সবক’টি এলাকায় মশা মারার স্প্রে করার কাজ শুরু হয়েছে। জুন মাসের শেষ পর্যন্ত এই কাজ চলবে। কোথাও জল জমা রয়েছে কি না খতিয়ে দেখা হবে। পাশাপাশি এলাকার প্রতিটি নর্দমা পরিষ্কার করা হবে নিয়মিত। জ্বরে আক্রান্তের খবর পাওয়া গেলেই মেডিক্যাল টিম পাঠিয়ে রক্তের নমুনা নিয়ে আসা হবে বলে জানান জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল। তিনি জানান, বৃহস্পতিবার জেলা প্রশাসনের সঙ্গে ডেঙ্গু নিয়ে একটি বৈঠক হয়। সেখানেই যৌথভাবে ডেঙ্গু (Dengue) মোকাবিলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঝড়ে তছনছ ২ জেলা, পাশে প্রশাসন