মুখ্যমন্ত্রীর উদ্যোগে পানীয় জল

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উদ্যোগে জল (Drinking Water) পৌঁছল চা- শ্রমিকদের বস্তিতে। শুক্রবার জলের প্ল্যান্ট বসানোর লেআউটের কাজ করেন মহকুমা পরিষদের ইঞ্জিনিয়াররা। সিএডিসির চেয়ারম্যান অলোক চক্রবর্তী সহ মহকুমা পরিষদের ইঞ্জিনিয়ার সুপ্রিয় মণ্ডল ও কৃষ্ণ বর্মন উপস্থিত ছিলেন। চেয়ারম্যান বলেন, ‘‘এই এলাকার মানুষের খবর কেউ নেয়নি এতদিন। মুখ্যমন্ত্রী খোঁজ নিয়েছেন। শ্রমিক বস্তির এতদিনের সমস্যার সমাধান করলেন তিনি।’’ মহকুমা পরিষদের জেলা ইঞ্জিনিয়ার সুপ্রিয় মণ্ডল বলেন, সোলার প্যানেলের মাধ্যমে জলের প্ল্যান্ট বসানো হচ্ছে। মোট তিনটি প্ল্যান্ট বসানো হচ্ছে। দুই হাজার লিটারের ট্যাঙ্ক থাকছে। প্রতি প্ল্যান্টের জন্য ৫ লক্ষ ৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, স্বাধীনতার কয়েক দশক পরেও জল পৌঁছয়নি গুলমা জঙ্গলের পাশে খয়রানি বস্তিতে। মাটিগাড়া ব্লকের গুলমা জঙ্গলের ধারে অবস্থিত খয়রানি বস্তি। ৩০০ পরিবারের বাস এখানে। প্রত্যেকেই চা- বাগানের শ্রমিক। কখনও কখনও চা-বাগানের ট্যাঙ্কের জল পেত বস্তিবাসীরা। এছাড়াও প্রতিদিন পায়ে হেঁটে প্রায় ২ কিলোমিটার দূরে মহানন্দা নদীতে জল আনতে যেতে হত মহিলাদের। বেশ কিছুদিন আগে সিএডিসির চেয়ারম্যান অলোক চক্রবর্তীর কাছে জলের (Drinking Water) সমস্যার কথা তুলে ধরেন এলাকার মহিলারা। অবশেষে সেই সমস্যার সমাধান হল।

আরও পড়ুন: ঝড়ে তছনছ ২ জেলা, পাশে প্রশাসন

Latest article