ঝড়ে তছনছ ২ জেলা, পাশে প্রশাসন

Must read

সংবাদদাতা, মালদহ ও রায়গঞ্জ : কালবৈশাখীর (Kalbaishakhi) তাণ্ডবে তছনছ মালদহ এবং উত্তর দিনাজপুরের ইটাহারের একাধিক গ্রাম। পুরাতন মালদহে ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে। মৃত্যু হয় এক বৃদ্ধার। প্রশাসনের তরফে নেওয়া হয়েছে ব্যবস্থা। দুর্গতদের পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ। শুক্রবার সকালে চাঁচোলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। ছিলেন প্রশাসনিক আধিকারিকরাও। উল্লেখ্য, চাঁচলের কলিগ্রামে নুরবিবির বাড়ির টিনের ছাউনি উড়ে গিয়ে রাজ্য সড়কে পড়েছে। কোনওরকমে প্রাণে বেঁচেছে গোটা পরিবার। ঝড়ে মুরগির খামার ভেঙে মারা গিয়েছে বহু মুরগি। পাশাপাশি বৃহস্পতিবার ইটাহার ব্লকের বিস্তীর্ণ এলাকায় ঝড়ে ভেঙে গিয়েছে প্রচুর গাছপালা এবং উড়ে গিয়েছে বিভিন্ন বাড়ির টিনের চাল। মুরালিপুকুর, সাহা ভিটা, কাঁপাশিয়া বীরনগর বালিয়াপাড়া, গুয়ালপাড়া, খামরুয়া উত্তর নয়াপাড়া সহ বিভিন্ন এলাকার মানুষ রাতারাতি ছাদহীন হয়ে পড়েন। পাশাপাশি ঝড়ের (Kalbaishakhi) দাপটে মৃত্যু হয়েছে বেশকিছু গবাদিপশুর। ভেঙে গিয়েছে বিদ্যুতের খুঁটি। ফলে বিদ্যুৎহীন বিভিন্ন এলাকা। বিধায়ক মোশারফ হুসেন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের দেখা করেন। তাঁদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ধূপগুড়ি: বাড়িতে খোঁজ নিতে পুলিশ সুপার, শ্রমিক পরিবারে উদ্বেগ

Latest article