ধূপগুড়ি: বাড়িতে খোঁজ নিতে পুলিশ সুপার, শ্রমিক পরিবারে উদ্বেগ

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : জম্মু ও কাশ্মীরে রামবন এলাকায় সুড়ঙ্গের একাংশ ধসে নিখোঁজ অন্তত ১০। তাঁদের মধ্যে ধূপগুড়ির (Dhupguri) ৫ জন শ্রমিক রয়েছেন। তাঁদের নাম পরিমল রায়, দীপক রায়, সুধীর রায়, এঁদের তিনজনের বাড়ি চরচরা বাড়ি এলাকায়। বাকি দু’জন যাদব রায় ও গৌতম রায়ের বাড়ি পশ্চিম মল্লিকপাড়া এলাকায়। শ্রমিকদের উদ্ধারের জন্য দ্রুত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘‘দিল্লির রেসিডেনসিয়াল কমিশনারকে বলা হয়েছে কাশ্মীর সরকারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত উদ্ধার করা হোক আটকে থাকা শ্রমিকদের।’’ শুক্রবার ওই গ্রামে পৌঁছে (Dhupguri) যান জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত। তিনি ওই পরিবারগুলির আত্মীয়দের সঙ্গে কথা বলেন এবং সমস্তরকম সাহায্যের আশ্বাস দেন। বৃহস্পতিবার রাত ১০টা ১৫ নাগাদ রামবনের জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর খুনি নালার পাশে সুড়ঙ্গটিতে অডিটের কাজ শুরু হয়। সেখানে সুড়ঙ্গের সামনের দেওয়ালের একাংশ ভেঙে পড়ে। আটকে পড়েন শ্রমিকরা। খবর পেয়ে রাতেই সেনাবাহিনী ও পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নামে। উল্লেখ্য, চলতি মাসের ৩ তারিখে ধূপগুড়ি থেকে জম্মুর রাম্বনে ১১/১২ জন শ্রমিক টানেলের কাজ করতে যান। গত ১৯ তারিখ রাত আনুমানিক সাড়ে ১১টা নাগাদ হঠাৎই ধস নামে। খবর পাওয়া মাত্রই জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ ব্যবস্থা নেন।

আরও পড়ুন: ৯.০৬ কোটি ভারতীয় অভুক্ত থাকবে : রিপোর্ট

Latest article