সংবাদদাতা, জলপাইগুড়ি : জল্পেশ মন্দিরে আসার পথে ঘটেছে দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ১০ জনের। এই ঘটনার পর প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা। এবার জল্পেশের গর্ভগৃহে পুণ্যার্থীদের প্রবেশ বন্ধ করল প্রশাসন। বৃহস্পতিবার এই নিয়ে হয় বৈঠক। জল্পেশ মন্দির চত্বরে এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি পি সুধাকর, জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত, ময়নাগুড়ির ব্লক আধিকারিক শুভ্র নন্দী, ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস এবং মন্দির কমিটির সভাপতি গিরীন দেব।
আরও পড়ুন-পূর্ব মেদিনীপুরে পর্যটক টানতে হচ্ছে হোম স্টে
বৈঠকের পর ব্লক আধিকারিক শুভ্র নন্দী জানান, শুধুমাত্র শ্রাবণ মাসের রবিবারগুলিতে পুণ্যার্থীদের জন্য প্রবেশ বন্ধ থাকবে। দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে ভক্তদের জন্য বাইরে থেকে জল ঢালার ব্যবস্থা করা হয়েছে। এরজন্য মন্দিরের গর্ভগৃহের ঠিক বাইরে পাইপ লাগানো হচ্ছে। সম্প্রতি জল্পেশে পুজো দিতে আসার সময় শর্ট সার্কিট হয়ে দশজনের মৃত্যু হয়েছে, তার ঠিক পরের দিন ভিড়ের চাপে জরদা নদীর ব্রিজ থেকে পড়ে গিয়ে এক পুণ্যার্থীর মৃত্যু হয়। এই বিষয়গুলি মাথায় রেখে এই সিদ্ধান্ত