প্রতিবেদন : ৯ ম্যাচ পর প্রথম একাদশে জায়গা পান। বৃহস্পতিবার চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে শুরু থেকে নেমেই গোল করে এটিকে মোহনবাগানকে জেতান রয় কৃষ্ণ। ফিজির গোল মেশিন গোলে ফেরায় স্বস্তির পরিবেশ সবুজ-মেরুন শিবিরে। আর স্বয়ং কৃষ্ণের মুখে দলগত ঐক্যের কথা। বললেন, ‘‘আমার উপর গোলের জন্য কোনও চাপ ছিল না। গোল পাওয়ার তৃপ্তি রয়েছে।
আরও পড়ুন-শেষ ম্যাচের আগে ক্ষমা চাইলেন মারিও
তবে এটা আমার একার কৃতিত্ব নয়। দলগত সাফল্য। পর পর দু’টো ম্যাচে গোল অক্ষত রাখতে পেরেছি। এটা ধরে রাখতে হবে। সেমিফাইনালে পৌঁছেছি। এবার লিগ শীর্ষে থাকার জন্য জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ফাইনাল খেলতে নামব। ওরা শক্তিশালী দল। কিন্তু আমরা নিজেদের উপর ফোকাস ধরে রাখছি। এর পর নকআউট পর্বে সেমিফাইনাল, ফাইনাল আছে। সেখানেও জিতে চ্যাম্পিয়ন হতে চাই। সমর্থকদের বলছি, আপনারা আমাদের পাশে থাকুন।’’
আরও পড়ুন-পেশোয়ারে বিস্ফোরণ, ইমামের সেঞ্চুরি, স্বস্তিতে পাকিস্তান
সোমবারের জামশেদপুরের ম্যাচকে ফাইনাল ধরছেন অধিনায়ক প্রীতম কোটালও। বলে দিলেন, এই পরিস্থিতিতে কৃষ্ণর গোলে ফেরাটা দলের কাছে বড় স্বস্তির। চলতি আইএসএলে টানা ১৫ ম্যাচ অপরাজিত থেকে লিগ শীর্ষে থাকা জামশেদপুর এফসি-কে পয়েন্টে ধরে ফেলেছে জুয়ান ফেরান্দোর দল।