সংবাদদাতা, পুরুলিয়া : শান্তি এবং উন্নয়নের পক্ষেই রায় দিল জঙ্গলমহল। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের মানুষ বুঝিয়ে দিলেন, এই বিজেপি আর না। মঙ্গলবার বেলা যত গড়িয়েছে, ভোটের ফলাফল তত স্পষ্ট হয়েছে। চার জেলার ৬৩টি পঞ্চায়েত সমিতি এলাকার কোনও পঞ্চায়েতেই এককভাবে বোর্ড গঠন করতে পারছে না তারা। মুখ থুবড়ে পড়েছে বাম, কংগ্রেসও।
আরও পড়ুন-পুরুলিয়াতে কং দুর্গ ভেঙে খানখান
এই জয় জনগণের বলে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি বলেন, জঙ্গলমহলের মানুষ যেমন সরল, তেমনই শান্ত। বিজেপি ভুল বুঝিয়ে পরপর দুটি নির্বাচনে এখানে কিছুটা সাফল্য পেলেও মানুষ দেখেছেন, ওঁরা কোনও কাজ করতে চান না। অথচ তৃণমূল কর্মীরা সবসময় তাঁদের পাশে থেকেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ক্ষেত্রে দল দেখেন না, এটা মানুষ দেখেছেন। মানুষ ভোট দিয়েছেন সেই শান্তি ও উন্নয়নের পক্ষে। বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সরেন বলেন, জঙ্গলমহল জুড়ে গত কয়েকবছরে যে কাজ হয়েছে, তা দেখেছেন মানুষ। তাই এলাকার কোনও পঞ্চায়েতেই বোর্ড গড়তে পারছে না তারা। গোহারান হারছে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদেও।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…