এবার জন্ম-মৃত্যু (Janma Mrityu Thathya) শংসাপত্রের জন্য নয়া পোর্টাল আনছে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার। রাজ্যের মানুষের হয়রানি এড়াতে এই উদ্যোগ। স্বাস্থ্য দফতরের উদ্যোগে তৈরি এই পোর্টালের উদ্বোধন ৫মে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
পোর্টালের লিঙ্ক
https://janma-mrityuthathya.wb.gov.in
এই পোর্টালের মাধ্যমে জন্ম-মৃত্যু (Janma Mrityu Thathya) শংসাপত্র অনলাইনে পাওয়া যাবে। এতদিন কেন্দ্রের “সিভিল রেজিস্ট্রি সিস্টেম-এর মাধ্যমেই জন্ম-মৃত্যু শংসাপত্র হত। এখন থেকে এই পোর্টালের মাধ্যমে শিশু জন্মানোর সঙ্গে সঙ্গেই পোর্টাল গিয়ে তথ্য আপলোড করে দিতে পারবে হাসপাতালগুলি। অনেক সময় ডেথ সার্টিফিকেটে নাম, ঠিকানা ভুল হওয়ার নাজেহাল হতে হয় মৃতের পরিবারকে। সেই হয়রানি এড়ানো যাবে। অনলাইনেই তথ্য যাচাই করতে পারবে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিগুলি।