জয়পুর, ২৭ এপ্রিল : কলকাতার মতো ২২ গজে তাঁকে ব্যাট হাতে দেখার অপেক্ষায় ছিল জয়পুরও। কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে ডাগআউটে বসেই দলের হার দেখতে হল। ব্যাট হাতে মাঠে নামার সুযোগই পেলেন না ক্যাপ্টেন কুল!
আরও পড়ুন-অ্যালোপ্যাথ চিকিৎসকদের সমান বেতন পেতে পারেন না আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথরা : সুপ্রিম কোর্ট
উল্টে সোয়াই মান সিং স্টেডিয়াম সাক্ষী রইল এক নতুন তারকার উত্থানের। যশস্বী জয়সওয়াল। ২১ বছর বয়সি যশস্বী গত বছর থেকেই আইপিএলের পরিচিত মুখ। কিন্ত এবার বাঁ হাতি ওপেনার যেন অনেক বেশি পরিণত। এদিন ব্যাট হাতে যেভাবে বিপক্ষ বোলারদের উপর স্টিম রোলার চালালেন, তাতে যশস্বীকে নিয়ে স্বপ্ন দেখতেই পারে ভারতীয় ক্রিকেট। তাঁর ঝোড়ো হাফ সেঞ্চুরির সুবাদে স্কোরবোর্ডে দুশোর বেশি রান তুলে ম্যাচটা ৩২ রানে জিতে নিল রাজস্থান রয়্যালস। টানা তিন ম্যাচ জিতে মাঠে নেমেছিল চেন্নাই। অন্যদিকে, পরপর দুটো হারে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল রাজস্থান। তবে ঘরের মাঠে এই রাজস্থানের কাছেই শেষবার হেরেছিলেন ধোনিরা। তাই এক অর্থে চেন্নাইয়ের কাছে বৃহস্পতিবারের ম্যাচটা ছিল বদলার মঞ্চ। বদলা নেওয়া হল না ধোনি বাহিনীর।
আরও পড়ুন-দেশের ৪৮টি নিত্যব্যবহার্য ওষুধের গুণমান খারাপ
এদিন প্রথমে ব্যাট করতে নেমে, শুরুটা ঝড়ের গতিতে করেছিলেন রাজস্থানের দুই ওপেনার যশস্বী ও জস বাটলার। শুরু থেকেই চালিয়ে খেলে মাত্র ২৬ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন যশস্বী। অন্যদিকে, ব্যক্তিগত ২৪ রানে জীবনদান পান বাটলার। মহেশ থিকসানার বলে তাঁর ক্যাচ মিস করেছিলেন ধোনি। তবে এই সুযোগ নিতে পারেননি বাটলার। ২৭ রান করে জাদেজার শিকার হন তিনি।
এই ম্যাচেও হতাশ করলেন সঞ্জু স্যামসন। তিনি ১৭ বলে ১৭ করে তুষার দেশপাণ্ডেকে উইকেট উপহার দিয়ে আসেন। ওই ওভারেই যশস্বীকে আউট করে রাজস্থানকে ফের ঝটকা দেন তুষার। ততক্ষণে অবশ্য ৪৩ বলে ৮টি চার ও ৪টি ছয় মেরে ৭৭ করে ফেলেছিলেন যশস্বী। রান পেলেন না শিমরন হেটমেয়ারও। মাত্র ৯ রান করে থিকসানার বলে আউট হন তিনি। তবে এর পরেও যে রাজস্থান স্কোরবোর্ডে দুশোর বেশি রান তুলেছিল, তারজন্য কৃতিত্ব প্রাপ্য ধ্রুব জুরেল ও দেবদূত পারিক্কলের। ১৫ বলে ৩৪ রান করে শেষ ওভারে রান আউট হন জুরেল। পারিক্কল ১৩ বলে ২৭ করে নট আউট থাকেন।
আরও পড়ুন-শিক্ষার মানোন্নয়নে উৎকর্ষ হাব
রান তাড়া করতে নেমে শুরুতেই ডেভন কনওয়ের (৮) উইকেট হারিয়েছিল সিএসকে। ১৩ বলে ১৫ করে আউট হন অজিঙ্কা রাহানেও। দুর্দান্ত ফর্মে থাকা দুই টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে সেই যে চেন্নাই চাপে পড়ল, সেই চাপ গোটা ম্যাচেও কাটিয়ে উঠতে পারেনি। শিবম দুবে ৩৩ বলে অপরাজিত ৫২ রান করলেন। ঋতুরাজ গায়কোয়াড়ের অবদান ২৯ বলে ৪৭। কিন্তু তাতে জয় এল না। হারের ব্যবধান কিছুটা কমল, এই যা! দারুণ বল করলেন রাজস্থানের দুই স্পিনার আডাম জাম্পা (৩-২২) ও রবিচন্দ্রন অশ্বিন (২-৩৫)। তবে ম্যাচের সেরা যশস্বী।