প্রতিবেদন : কলকাতা লিগে ইস্টবেঙ্গলের বিজয়রথ ছুটছে। বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফের বড় ব্যবধানে জিতল লাল-হলুদ ব্রিগেড। নিজেদের মাঠে জর্জ টেলিগ্রাফকে ৪-০ গোলে হারাল তারা। পরিবর্ত হিসেবে নেমে হ্যাটট্রিক করলেন জেসিন টিকে। একটি গোল বিষ্ণুর। ১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হয়েই কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করল ইস্টবেঙ্গল।
আরও পড়ুন-শাহিন-আতঙ্কে ভুগছে রোহিত, খোঁচা শোয়েবের
ম্যাচের প্রথমার্ধে ভাল ফুটবল খেলতে না পারলেও গোলের সুযোগ এসেছিল। কিন্তু তা কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল। তবে দ্বিতীয়ার্ধে বিনো জর্জের দলকে অন্য মেজাজে দেখা যায়। বিরতির পর খেলা শুরুর ১৬ সেকেন্ডের মধ্যে গোল করে ইস্টবেঙ্গল। পিভি বিষ্ণুর পাস থেকে গোল করেন পরিবর্ত হিসেবে নামা জেসিন। মিনিট দুয়েক পর আবার গোল করে ইস্টবেঙ্গল। এবারও গোলদাতা সেই জেসিন। বাঁ-দিক থেকে জর্জের গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন সন্দীপন। ফিরতি বলে জোরাল শটে গোল করেন জেসিন।
আরও পড়ুন-শেহবাগের বাজি ভারত, সৌরভ-যুবি তবু সংশয়ে
৫২ মিনিটের মাথায় তৃতীয় গোল করে ব্যবধান ৩-০ করে ইস্টবেঙ্গল। এবার গোল করেন বিষ্ণু। লাল-হলুদের আক্রমণের চাপে তখন দিশেহারা জর্জ। তার মধ্যেই গোল শোধের সুযোগ হাতছাড়া করেন জর্জের রাজেন ওঁরাও। তবে প্রতিপক্ষের ঝটকা সামলে ৮১ মিনিটে চতুর্থ গোল করে বড় জয় তুলে নেয় বিনো জর্জের দল। ইস্টবেঙ্গলের নিরঞ্জন মণ্ডলকে বক্সে ফাউল করেছিলেন জর্জের বাপ্পা প্রসাদ। পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন জেসিন।