শাহিন-আতঙ্কে ভুগছে রোহিত, খোঁচা শোয়েবের

গ্রুপ লিগের ম্যাচে শাহিনের বলে বোল্ড হয়েছিলেন রোহিত। এদিন আখতার বলেন, এই রোহিত শর্মা আগের সেই রোহিত শর্মা নয়।

Must read

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর : রবিবার এশিয়া কাপে ফের ভারত-পাকিস্তান ম্যাচ। তার আগে রোহিত শর্মাকে তীব্র কটাক্ষ করলেন শোয়েব আখতার। প্রাক্তন পাক পেসারের দাবি, শাহিন আফ্রিদি-আতঙ্কে আচ্ছন্ন ভারত অধিনায়ক!

আরও পড়ুন-শেহবাগের বাজি ভারত, সৌরভ-যুবি তবু সংশয়ে

গ্রুপ লিগের ম্যাচে শাহিনের বলে বোল্ড হয়েছিলেন রোহিত। এদিন আখতার বলেন, এই রোহিত শর্মা আগের সেই রোহিত শর্মা নয়। দেখে মনে হচ্ছে রোহিতের স্টান্ট ডাবল। শাহিন ওর মাথায় চেপে বসেছে। আমি এর আগে কোনও দিন রোহিতকে স্ট্যান্স বদলাতে দেখিনি। কিন্তু শাহিন ওকে সেটাই করতে বাধ্য করল! রোহিত স্ট্যান্স বদলাল, বারবার বিট হল, বোল্ডও হল। এটাই হল ভারত-পাকিস্তান ম্যাচ-মাহাত্ম্য। যা বড় প্লেয়ারদেরও চাপে ফেলে দেয়।

আরও পড়ুন-ব্যালন ডি’অরের দৌড়ে মেসি, হালান্ড ও এমবাপে

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস আরও যোগ করছেন, গত দুটো বছরেও ভারত নিজেদের দল গুছিয়ে নিতে পারল না। এটা আমাকে আবাক করেছে। আরও একটা কথা, বিরাট (কোহলি), রোহিতরা বড় নাম। কিন্তু ওদেরও নামের প্রতি সুবিচার করতে হবে। আখতার আরও জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার প্রবল দাবিদার পাকিস্তান। একই সঙ্গে ভারত ও ইংল্যান্ডও রয়েছে। তিনি বলছেন, যদিও ভারতের মাটিতে বিশ্বকাপ। পাকিস্তানকে সবাই আন্ডারডগ হিসেবেই ধরছে। কিন্তু এতে বাবর আজমদের সুবিধাই হবে। ব্যক্তিগতভাবে মনে করি, ভারত ও ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তানও কাপ জেতার দাবিদার।

Latest article