ব্যালন ডি’অরের দৌড়ে মেসি, হালান্ড ও এমবাপে

গত কুড়ি বছরের মধ্যে এই প্রথমবার! ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীত ৩০ জনের তালিকায় স্থান পেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Must read

প্যারিস, ৭ সেপ্টেম্বর : গত কুড়ি বছরের মধ্যে এই প্রথমবার! ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীত ৩০ জনের তালিকায় স্থান পেলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পাঁচবারের ব্যালনজয়ী রোনাল্ডো ছাড়া তালিকায় নাম নেই নেইমার দ্য সিলভারও। তবে রয়েছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে এবং আর্লিং হালান্ড।

আরও পড়ুন-প্রয়াত রাজ্যের প্রাক্তন ডিজিপি অরুণ কুমার গুপ্ত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মেসি নিজে সাতবারের ব্যালন ডি’অরজয়ী। ক্লাব ফুটবলের শেষ মরশুমটা খুব একটা ভাল কাটেনি আর্জেন্টাইন মহাতারকার। তবে বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার জন্যই তালিকায় নাম রয়েছে মেসির। অন্যদিকে, হালান্ড গত মরশুমে ম্যাঞ্চেস্টার সিটির ত্রিমুকুট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সব টুর্নামেন্ট মিলিয়ে ৫৩ ম্যাচে ৫২ গোল করেছিলেন হালান্ড। ফরাসি তারকা এমবাপে বিশ্বকাপে সোনার বুট জেতার পাশাপাশি পিএসজির হয়েও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। গতবারের ব্যালন ডি’অর পুরস্কারজয়ী করিম বেঞ্জেমার নামও রয়েছে তালিকায়।

আরও পড়ুন-ধূপগুড়িতে জারি ১৪৪ ধারা, শুক্রবারই উপনির্বাচনের ফল ঘোষণা

মেয়েদের ব্যালন ডি’অর পুরস্কার জেতার বড় দাবিদার স্পেনের এইতানা বোনমাতি। দেশের হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সোনার বল জিতেছিলেন তিনি। এছাড়া মেয়েদের বিশ্বকাপজয়ী স্পেন দল থেকে আরও পাঁচজনের নাম তালিকায় রয়েছে। যদিও গত দু’বারের পুরস্কারজয়ী অ্যালেক্সিস পুতেয়াসের নাম এবারের তালিকায় নেই। আগামী ৩০ অক্টোবর প্যারিসে ব্যালন ডি’অর পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে।

Latest article