আইএসএল ডার্বি লক্ষ্মীপুজোর দিন

এশিয়ান কাপের জন্য লিগে বিরতি শুরু হচ্ছে ২৯ ডিসেম্বরের পর থেকে। আপাতত লিগের প্রথম পর্বে ১২ রাউন্ডের সূচি প্রকাশিত হয়েছে

Must read

প্রতিবেদন : ইন্ডিয়ান সুপার লিগের ঢাকে কাঠি। বৃহস্পতিবার দশম আইএসএলের সূচি (২০২৩-২৪) প্রকাশিত হল। এশিয়ান কাপের জন্য লিগে বিরতি শুরু হচ্ছে ২৯ ডিসেম্বরের পর থেকে। আপাতত লিগের প্রথম পর্বে ১২ রাউন্ডের সূচি প্রকাশিত হয়েছে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতের ম্যাচের জন্য ৯-২০ অক্টোবর এবং ৮-২৪ নভেম্বর কোনও ম্যাচ রাখা হয়নি।

আরও পড়ুন-জেসনের হ্যাটট্রিক, ছুটছে ইস্টবেঙ্গল

১২টি দলকে নিয়ে এবারের আইএসএলের উদ্বোধনী ম্যাচ ২১ সেপ্টেম্বর। সেদিন কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্স ও বেঙ্গালুরু এফসি-র মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে দেশের এক নম্বর লিগ। দশম আইএসএলের প্রথম ডার্বি দেওয়া হয়েছে ২৮ অক্টোবর। কলকাতা ডার্বি শুরু হবে রাত ৮টা থেকে। যুবভারতী ক্রীড়াঙ্গনে সেদিন মোহনবাগানের হোম ডার্বি। একই দিনে ইডেন গার্ডেন্সে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ম্যাচ রয়েছে। কিন্তু ডার্বির দিন লক্ষ্মীপুজো। যুবভারতীতে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

আরও পড়ুন-শাহিন-আতঙ্কে ভুগছে রোহিত, খোঁচা শোয়েবের

সম্প্রচারকারী সংস্থার সম্মতিতে আইএসএলে রাতের ম্যাচের সময় বদলাচ্ছে। সাড়ে ৭টার পরিবর্তে খেলা শুরু হবে রাত ৮টা থেকে। দিনে দু’টি ম্যাচ থাকলে প্রথম খেলা শুরু হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে। নতুন নামে মোহনবাগান সুপারজায়ান্ট প্রথম ম্যাচ খেলবে ঘরের মাঠে আইএসএলে অভিষেক হতে চলা পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে। ২৩ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ম্যাচ যুবভারতীতে। ইস্টবেঙ্গলও ঘরের মাঠে অভিযান শুরু করছে। ২৫ সেপ্টেম্বর ক্লেটন সিলভাদের প্রতিপক্ষ জামশেদপুর এফসি। গতবারের মতো শুধু সপ্তাহান্তে ম্যাচ রাখা হয়নি। অনেক ম্যাচ দেওয়া হয়েছে সোম থেকে বৃহস্পতিবারের মধ্যেও।

Latest article