পুজোয় আসছে মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে ৮টি গান

এবার পুজোয় আটটি গান রিলিজ করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Must read

প্রতিবেদন : এবার পুজোয় আটটি গান রিলিজ করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর মধ্যে ছ’টি গান রেকর্ড হয়ে গিয়েছে। আরও দু’টি গান রেকর্ডিংয়ের অপেক্ষায়। যার মধ্যে একটি গান ‘শুভ-জন্মদিন’ নিয়ে। এই গানগুলি মুখ্যমন্ত্রী লিখেছেন বিভিন্ন সময়ের যাত্রাপথে। কখনও হেলিকপ্টারে বসে, কখনও বিমানে। একটি করে গান লেখা হয়েছে আর তিনি পাঠিয়েছেন মন্ত্রী-গায়ক ইন্দ্রনীল সেনকে। এই ‘শুভ-জন্মদিন’ গানটি বাঙালির কাছে হাজির হতে চলেছে মুখ্যমন্ত্রীর কথা ও সুরে।

আরও পড়ুন-আইএসএল ডার্বি লক্ষ্মীপুজোর দিন

এদিন গানটি বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পর নিজের ঘরে গুনগুন করছিলনে মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে উপস্থিত মন্ত্রী ইন্দ্রনীলকে দু’লাইন গাইতে বললে গেয়ে শোনান। জানা যায়, গানটির একটি ইতিহাস আছে। এর আগে স্কটল্যান্ডে যাওয়ার সময় মুখ্যসচিব মলয় দে’র জন্মদিন ছিল। সেই বিদেশ সফরের সেই দিনেই গানটি একরকম তৈরি হয়ে যায়। নতুন আঙ্গিকে এই গান এবার হাজির হচ্ছে বাংলার পুজোর মরশুমে। গানগুলি যখন ইন্দ্রনীল সেনকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেসময় তিনি নিজের গাড়িতে চন্দননগরের পথে। মুখ্যমন্ত্রীর কথা ও সুর পাওয়ার পর ভদ্রেশ্বরে গাড়ি দাঁড় করিয়ে খালি গলায় গান রেকর্ড করে আবার পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে। এভাবেই তৈরি হয়েছে এবারে পুজোর এক-একটি গান। এমনিতেই মুখ্যমন্ত্রীর গাওয়া গান হিট। অনেক প্রথিতযশা শিল্পী তাঁর কথায় ও সুরে গান গেয়েছেন।

Latest article