বার্মিংহাম: ব্যাট হাতে ব্রায়ান লারার (Brian Lara) রেকর্ড ভেঙে দিলেন জসপ্রীত বুমরা (Jaspreet Bumrah)! কপাল পুড়ল বেচারা স্টুয়ার্ট ব্রডের। এতদিন টেস্টের এক ওভারে সবথেকে বেশি রান (২৮) তোলার রেকর্ড ছিল লারার দখলে। ২০০৩ সালে জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার স্পিনার রবিন পিটারসেনের এক ওভারে এই রান তুলেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি। যা শনিবার এজবাস্টনে ভেঙে দিলেন বুমরা। ব্রডের এক ওভারে রান উঠল ৩৫! এর মধ্যে বুমরার ব্যাট থেকে এল ২৯ রান। ওয়াইড থেকে ৫ এবং নো বল থেকে ১।
আরও পড়ুন: পাল্টা মারে ছন্দ নষ্ট করতে চেয়েছিলাম, বললেন ঋষভ
ভারতের ইনিংসের ৮৪তম ওভারে এই ঘটনা ঘটেছে। ব্রডের প্রথম বলেই চার হাঁকান বুমরা (Brian Lara- Jaspreet Bumrah)। দ্বিতীয় বল বাউন্সার। যা ব্যাটার ও উইকেটকিপারের মাথায় উপর দিয়ে বাউন্ডারির সীমানা পার করে। অর্থাৎ পাঁচ রান। তৃতীয় বলে ছয় মারেন বুমরা। এটি ছিল নো বল। ফ্রি হিটে ফের চার হাঁকান বুমরা। পরের দু’টি বলেও পরপর দু’টি চার। পঞ্চম বলে ফের ছয় মারেন ভারত অধিনায়ক। শেষ বলটি ছিল ইয়র্কার। তাতে এক রান নেন বুমরা। সব মিলিয়ে ৩৫ রান উঠল ব্রডের ওই ওভারে। মজার কথা, এর আগে টি-২০ বিশ্বকাপে ব্রডের এক ওভারে ছ’টি ছয় মেরেছিলেন আরেক ভারতীয় ব্যাটার যুবরাজ সিং।
আরও পড়ুন: ইস্টবেঙ্গল কোচকে তুলে নিল মোহনবাগান