মাঝ আকাশে ধোঁয়া-আগুন, জরুরি অবতরণ স্পাইসজেটের

Must read

নয়াদিল্লি : ফের মাঝ আকাশে উড়ানে আগুন লেগে বিপত্তি। আবারও সেই স্পাইসজেটের বিমান (Smoke in Spicejet)। ঘটনার জেরে ৫ হাজার ফুট উচ্চতা থেকে জরুরি অবতরণ করানো হল বিমানটিকে। সপ্তাহ দুয়েক আগেও এরকম ঘটনা ঘটে৷ সেবার স্পাইসজেটের একটি বিমান পাটনার বিমানবন্দরে ১৮৫ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সেবারও মাঝ আকাশে বিমানে আগুন ধরে গিয়েছিল। এবার আগুন লাগে যাত্রাপথে দিল্লির আকাশে। দিল্লি থেকে জব্বলপুরগামী একটি বিমান আকাশে ওড়ার পর কেবিন থেকে হঠাৎই ধোঁয়া (Smoke in Spicejet) বের হতে শুরু করে। স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্কে পড়েন যাত্রীরা। কোনও ঝুঁকি না নিয়ে তৎক্ষণাৎ দিল্লি বিমানবন্দরে অবতরণ করানো হয় বিমানটিকে। শনিবার সকালের ঘটনা। স্পাইসজেটের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটি দিল্লি বিমানবন্দর ছাড়ার পর যখন আকাশের ৫ হাজার ফুট উচ্চতায় উড়ে গিয়েছে, তখন বিমানের কেবিন ক্রু ধোঁয়া লক্ষ্য করেন। আগুন লেগেছে বলেই অনুমান করা হয়। সঙ্গে সঙ্গে ঝুঁকি না নিয়ে জরুরি ভিত্তিতে উড়ানটিকে অবতরণ করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সব যাত্রীকে নিরাপদে নামানো হয়েছে। শনিবার দিল্লি থেকে জব্বলপুরগামী স্পাইসজেটের বিমানটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। কিউ ৪০০ বিমানটির কেবিনে আগুন লাগার পর দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণ করানো হয়। ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, হতাহতের কোনও খবর নেই। তবে বিমানটির ক্ষয়ক্ষতি হয়েছে সামান্য। কী কারণে বারবার স্পাইসজেটের বিমানে একই ধরনের ঘটনা বারবার ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গড়া হয়েছে।

আরও পড়ুন: উদয়পুরে অভিযুক্ত রিয়াজের সঙ্গে বিজেপি নেতা!

Latest article