সিলেট, ৪ অক্টোবর : মেয়েদের এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে ভারত। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহিকে ১০৪ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিলেন হরমনপ্রীত কৌররা। এদিন বিশ্রাম নিয়েছিলেন হরমনপ্রীত। তাই ভারতীয় দলকে নেতৃত্ব দেন স্মৃতি মান্ধানা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলেছিল ভারত। জবাবে ২০ ওভারে ৪ উইকেটে মাত্র ৭৪ রানেই আটকে যায় আমিরশাহি।
আরও পড়ুন-জাদেজার বদলি অক্ষরে সন্তুষ্ট সানি
তবে ভারত যে এত সহজে জিতবে, সেটা শুরুতে বোঝা যায়নি। বরং ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২০ রান যোগ করতে না করতেই তিন উইকেট পড়ে গিয়েছিল। রিচা ঘোষ শূন্য রানে আউট হন। শাভিনেনি মেঘনা (১০) ও দয়ালান হেমলতাও (২) দ্রুত প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন। ওই পরিস্থিতিতে হাল ধরেন জেমাইমা রডরিগেজ ও দীপ্তি শর্মা। চতুর্থ উইকেটে ঝড়ের গতিতে ১২৮ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন দু’জনে। দীপ্তি আউট হন ৬৪ রান করে। তাঁর ৪৯ বলের ইংনিস সাজানো ছিল ৫টি চার ও ২টি ছয় দিয়ে।
আরও পড়ুন-বড় চুলই ‘লাকি ম্যাসকট’ কাপ জিততে চমক ধোনির
অন্যদিকে, এশিয়া কাপে স্বপ্নের ফর্মে রয়েছেন জেমাইমা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৭৬ রান করেছিলেন। এদিন তাঁর ব্যাট থেকে এল ৪৫ বলে অপরাজিত ৭৫ রানের দুরন্ত ইংনিস। জেমাইমা যখন ক্রিজে আসেন, তখন তিন উইকেট হারিয়ে দল ধুঁকছে। কিন্তু শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে যাবতীয় চাপ কাটিয়ে দেন তিনি। পাল্টা ব্যাট করতে নেমে আমিরশাহির হয়ে কিছুটা লড়লেন কাভিশা এগোদাজে (৩০) ও খুশি শর্মা (২৯)। ভারতের রাজেশ্বরী গায়কোয়াড় দু’টি উইকেট নেন। ম্যাচের সেরা জেমাইমা।