হোভ, ১৭ সেপ্টেম্বর : টি-২০ সিরিজ হারের রেশ কাটতে না কাটতে ফের ২২ গজে নেমে পড়তে হচ্ছে হরমনপ্রীত কৌরদের। রবিবার হোভে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ। এই সিরিজের পরেই আবার ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ঝুলন গোস্বামী। আগামী ২৪ সেপ্টেম্বর লর্ডসে (তৃতীয় ওয়ান ডে) দেশের জার্সি গায়ে শেষবার মাঠে নামবেন তিনি। এটাই প্রেরণা ভারতীয় শিবিরের।
আরও পড়ুন-ভারতের প্রস্তাব রুখতে একজোট চিন ও পাকিস্তান
ঝুলনের বিদায়ী সিরিজ স্মরণীয় করে রাখতে মুখিয়ে রয়েছেন সতীর্থরা। ক্যাপ্টেন হরমনপ্রীত থেকে ভাইস-ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা, প্রত্যেকেই একবাক্যে প্রিয় ঝুলনদির প্রশংসায় উচ্ছ্বসিত। হরমনপ্রীত ও স্মৃতি দু’জনেই জানিয়ে দিয়েছেন, দলে ঝুলনের কোনও বিকল্প নেই। স্মৃতি বলেছিলেন, ‘‘ঝুলনদির অবদান কেউ অস্বীকার করতে পারবে না। ওর অভাব পূরণ হবে না। আমরা সবাই চেষ্টা করব, ওঁর শেষ সিরিজটা যাতে স্মরণীয় করে রাখা যায়।’’ এদিকে, একদিনের সিরিজে মাঠে নামার আগে ভারতীয় শিবিরকে চিন্তায় রাখছে মিডল অর্ডার ব্যাটিংয়ের ব্যর্থতা।