রাজ্যে ৪৮ ঘণ্টা বৃষ্টি

এরই মধ্যে ১৮ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে।

Must read

প্রতিবেদন : শনিবার বিশ্বকর্মা পুজোয় প্রায় সারাদিনই বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।

আরও পড়ুন-ঝুলনের বিদায়ী সিরিজ শুরু আজ

দক্ষিণের পাশাপাশি আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। এরই মধ্যে ১৮ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে। এছাড়া ২০ সেপ্টেম্বর অন্য একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। যার জেরে আগামী ২১ সেপ্টেম্বর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি চলবে। নিম্নচাপের আশঙ্কার জেরে মৎস্যজীবীদের আগামী ২১ তারিখ থেকে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। তবে আগামী ২৫ তারিখ মহালয়ার দিন বৃষ্টি হবে কি না তা নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি আবহাওয়া দফতর।

Latest article