কাল থেকে কলকাতায় একশো অতিরিক্ত বাস

শুধু শহরের মধ্যে নয়, দূরপাল্লার বাসও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে আর রাতে প্রতিমা দেখার ক্ষেত্রে চিন্তা রইল না।

Must read

প্রতিবেদন : পুজোর দিনে এবার সারা রাজ্যেই রাতভর বাস পরিষেবা মিলবে। শুধু কলকাতা নয়, জেলার মানুষও এবার সারারাত প্রাণভরে মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দেখতে পারবেন। পাশাপশি পুজোর ভিড় সামাল দিতে আগেভাগেই পথে নামছে বাড়তি বাস। এর মধ্যেই আরও ১০০-এর বেশি বাস পথে নামছে বলে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন।

আরও পড়ুন-রাজ্যে ৪৮ ঘণ্টা বৃষ্টি

শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, পুজোয় এই প্রথমবার সারারাত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত। সরকারি বাস চলবে নির্দিষ্ট রুটে। যা নিয়ে পুলিশের সঙ্গে কথাও বলা হয়েছে। যে রুটগুলিতে নো-এন্ট্রি থাকবে, সেগুলি এড়িয়ে বাকি রুটে রাতভর সরকারি বাস চালানো হবে বলে জানান তিনি। একইসঙ্গে পরিবহণমন্ত্রী জানান, পুজোর আগে কলকাতায় স্থায়ীভাবে ১০০ সরকারি বাস নামতে চলেছে। এসি এবং নন এসি দু’ধরনের বাসই নামানো হবে। পুজোর পরে আরও ১২০টি সরকারি বাস নামানো হবে। এগুলি পিপিপি মডেলে নামবে। বর্তমানে রাজ্য জুড়ে ২২৬৯টি সরকারি বাস চালানোর কথা।

আরও পড়ুন-ঝুলনের বিদায়ী সিরিজ শুরু আজ

কিন্তু চলে ১৮৪৫টি। তার সঙ্গে আরও ২২০টি নামানো হচ্ছে। পুজোর মরশুমে থাকে কেনাকাটার ধুম। ফলে নতুন বাস পথে নামায় যাতায়াতের সুবিধা বলে মনে করছেন শহরবাসী। শুধু শহরের মধ্যে নয়, দূরপাল্লার বাসও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে আর রাতে প্রতিমা দেখার ক্ষেত্রে চিন্তা রইল না।

Latest article