অস্ত্রোপচার হল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden- Skin cancer)। ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তিনি। প্রেসিডেন্টের চিকিৎসক কেভিন ও’কোনর জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় ক্যানসার ধরা পড়ে মার্কিন প্রেসিডেন্টের (Joe Biden- Skin cancer)। অস্ত্রোপচার করে ক্যানসারযুক্ত একটি টিস্যু তাঁর বুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট এখন সুস্থ আছেন। হোয়াইট হাউসে বাইডেনের নিয়মিতই বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়। জানুয়ারি মাসে রুটিন পরীক্ষার সময় বাইডেনের ত্বকে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসক কেভিন ও’কোনর জানিয়েছেন, ব্যাসাল সেল কার্সিনোমা নামে একপ্রকার ত্বকের ক্যানসার ধরা পড়েছিল বাইডেনের শরীরে। এই ক্যানসার সাধারণত ছড়ায় না। ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে বাইডেনের বুক থেকে ক্ষতিগ্রস্ত টিস্যুটি অপারেশন করে বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: হারিয়ে যাচ্ছে সত্য, বাড়ছে অসহিষ্ণুতা: সোশ্যাল মিডিয়া নিয়ে উদ্বেগ প্রধান বিচারপতির