মুখ্যমন্ত্রীর প্রশংসায় বিচারপতি

মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার নিজের এজলাসে রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশে তিনি বলেন, মুখ্যমন্ত্রী ভাল কাজ করছেন।

আরও পড়ুন-স্থানীয় বিধায়ক-মন্ত্রী বীরবাহাকে জানাতেই গ্রামে ২৪ ঘণ্টার মধ্যেই এল বিদ্যুৎ

একইসঙ্গে তাঁর মন্তব্য, ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব বলেছিলাম। পর্ষদের আইনজীবী একথা বলতে বাধ্য করেছিলেন আমাকে। আমি কেন খারাপ কথা বলব? তবে মুখ বন্ধ রাখার বার্তাও দেন তিনি। বলেন, চন্দ্রিমাদিকে বলে দেবেন, আর কোনও মন্তব্য করব না। বিচারপতি এদিন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষের প্রসঙ্গও আনেন। তাঁর কথায়, কুণাল ঘোষের কথা আমি খুবই এনজয় করি। রোজই উনি কিছু না কিছু বলেন। তবে এ নিয়ে আমি অতিরিক্ত মন্তব্য করতে চাই না। এ ব্যাপারে কুণালের প্রতিক্রিয়া, মুখ্যমন্ত্রী আর তাঁর সরকার ভাল কাজ করছে এটা সবাই জানে। তিনি মাথা জানেন, ঢাকি জানেন। তাঁকে সাক্ষী করা হোক। সিবিআইয়ের উচিত তাঁকে ১৬৪ করা।

Latest article