“বাংলার ইতিহাসে ২১শে জুলাই এক পবিত্র দিন!’ একুশে জুলাই শহিদ স্মরণ করে টুইটের বার্তা অভিষেকের

সেই সময়ে তৎকালীন যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার কার্ডের দাবি তোলেন তিনি।

Must read

সালটা ছিল ১৯৯৩। সেই সময়ে তৎকালীন যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার কার্ডের দাবি তোলেন তিনি। সেই দাবি নিয়ে তৎকালীন বাম সরকারের মূল সচিবালয় মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয় কংগ্রেসের তরফে। ২১শে জুলাইয়ের দিনটিতে এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব কংগ্রেস কর্মীরা যোগ দিয়েছিলেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সেই সময়ে গুলি চালানো হয় তাঁদের মিছিলে। তাতে মৃত্যু হয় ১৩ জনের। aj sei একুশে জুলাই – শহিদ স্মরণ।

আরও পড়ুন-মুর্শিদাবাদের দুই লক্ষ কর্মী হাজির ঐতিহাসিক সমাবেশে

ধর্মতলায় ঐতিহাসিক সমাবেশের আগে, বৃহস্পতিবার সকালে টুইট করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। নিজের টুইটার হ্য়ান্ডেলে (Tweeter Handle) তিনি লেখেন,
“বাংলার ইতিহাসে ২১শে জুলাই এক পবিত্র দিন! ১৯৯৩ সালে পুলিশের বর্বরতায় প্রাণ হারানো ১৩ জন শহিদকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি।
এই শহিদ দিবসে, আমাদের কণ্ঠস্বর আরও তীব্র হোক। আমরা কোনও শক্তির কাছে নত করব না! মানুষের জন্য আমরা আমাদের সব দেব।”

আরও পড়ুন-বিচারপতির ফেসবুক হ্যাক, ধৃত ছাত্র

সারারাজ্য় থেকে কর্মী-সমর্থকরা উপস্থিত হয়েছেন কলকাতায়। বিভিন্ন জায়গায় তাঁদের থাকার ব্য়বস্থা করা হয়েছে। গত তিন দিন ধরে সেই জায়গায় ঘুরে ব্য়বস্থাপনা নিজে তদারকি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, এবার এক ঐতিহাসিক শহিদ স্মরণের সাক্ষী থাকবে মানুষ। সকালেই স্য়োশাল মিডিয়ায় শহিদ স্মরণের পাশাপাশি- মানুষের জন্য় সব উৎসর্গ করার বার্তা দিলেন অভিষেক।

 

Latest article