পাগল বলেই… কেন একথা বললেন লালু?

এদিকে রাজনৈতিক সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই আরজেডির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

Must read

প্রতিবেদন : লালুপ্রসাদের পর আরজেডির প্রধান কে হবেন তা নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জল্পনা চলছে। দলের জাতীয় সভাপতির পদ নিয়ে লালুর দুই ছেলে তেজপ্রতাপ ও তেজস্বীর মধ্যে জোরদার ঠান্ডা লড়াই চলছে। এই লড়াইয়ের মাঝে শনিবার আরজেডি প্রধান লালুপ্রসাদ জানালেন, একমাত্র যাঁরা পাগল তাঁরাই ভাবছেন আরজেডির পরবর্তী প্রধান হবেন তেজস্বী যাদব।

আরও পড়ুন-পিজিতে দালাল চক্র, ধৃত তিন

গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল লালুপ্রসাদের শারীরিক অবস্থা খুব একটা ভাল নয়। বয়সজনিত কারণে তিনি এবার দলের সভাপতির পদ ছাড়তে চাইছেন। তাই তাঁর ওই পদে কে আসীন হবে সেটাই ছিল কোটি টাকার প্রশ্ন। দলীয় সভাপতির পদ নিয়ে যাদব পরিবারে আড়াআড়ি ভাঙন। কারণ লালুপ্রসাদ নিজে ছোট ছেলে তেজস্বীর দিকে ঝুঁকে থাকলেও লালুর স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী আবার বড় ছেলে তেজপ্রতাপের পাশে আছেন। তাই লালুর পর আরজেডির প্রধান কে হতে চলেছেন তা নিয়ে রাজনৈতিক মহলে কয়েকদিন ধরেই চলছিল আলোচনা। এরই মধ্যে শনিবার লালু সাংবাদিকদের জানান, এখনই দলীয় সভাপতির পদ ছেড়ে সরে দাঁড়ানোর কোনও পরিকল্পনাই তাঁর নেই।

আরও পড়ুন-বিদ্যালয় শিক্ষায় এগিয়ে বাংলা

এখানেই শেষ নয়। স্পষ্ট বললেন, এখনই দলের সভাপতি হওয়ার কোনও সম্ভাবনা নেই তেজস্বীর। লালুপ্রসাদ বলেন, যাঁরা মনে করছেন তেজস্বীকে এখন দলের জাতীয় সভাপতি করা হবে তাঁরা বোকা। পাগল বলেই তাঁরা তেজস্বীকে আরজেডির পরবর্তী সভাপতি পদে ভাবছেন। এদিকে রাজনৈতিক সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই আরজেডির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

Latest article