পিজিতে দালাল চক্র, ধৃত তিন

ঘটনা সামনে আসতেই হাসপাতাল প্রশাসনও কড়া পদক্ষেপ করে। শুরু হয় পুলিশি তদন্ত। আর তাতেই ধরা পড়ে যায় হাসপাতালের ওই কমী।

Must read

প্রতিবেদন : সরকারি হাসপাতালগুলিতে দালাল চক্র নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দালাল চক্রের রমরমা রুখতে হাসপাতাল ও পুলিশ প্রশাসনকে উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছিলেন তিনি। এরই মধ্যে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে এক দালাল চক্রের পর্দা ফাঁস করল পুলিশ। এই চক্রে জড়িত থাকার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ।

আরও পড়ুন-বিদ্যালয় শিক্ষায় এগিয়ে বাংলা

ধৃত হাসপাতালের কর্মী বলেই জানা গিয়েছে। তাঁর সঙ্গে হাসপাতালের আরও কয়েকজন কর্মী যুক্ত বলেই জানা গিয়েছে। পুলিশ তাঁদের জেরা করে চক্রে আরও কারা জড়িত তার খোঁজ চালাচ্ছে। ধৃতের কাছ থেকে নগদ টাকাও উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, কিছুদিন আগে পথদুর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে নিয়ে যায় তাঁর পরিবার। রোগীকে হাসপাতালে বেড পাইয়ে দেওয়ার নামে তাঁদের কাছ থেকে কয়েক হাজার টাকা নেয় ধৃত। কিন্তু রোগীকে হাসপাতালে ভর্তি করা যায়নি। এরপরই তাঁরা অভিযোগ জানান।

ঘটনা সামনে আসতেই হাসপাতাল প্রশাসনও কড়া পদক্ষেপ করে। শুরু হয় পুলিশি তদন্ত। আর তাতেই ধরা পড়ে যায় হাসপাতালের ওই কমী। তবে চক্রের বাকিরা এখন পলাতক। পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে। সেই সঙ্গে এসএসকেএম চত্বরে আরও কোনও দালাল চক্র চলছে কি না তারও খোঁজ করছে পুলিশ। এ কাজে পুলিশকে সহযোগিতা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Latest article