হাইকোর্টের  ডিভিশন বেঞ্চে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

Must read

আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের (Calcutta High court) ডিভিশন বেঞ্চ প্রাথমিক স্কুলে নিয়োগ প্রক্রিয়ায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দেয়। গত বছর ২৯ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দিয়ে পর্ষদ জানায়, চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন ২০২০-২২ সালে DLEd প্রশিক্ষণের জন্য ভর্তি হওয়া টেট উত্তীর্ণ প্রার্থীরা। সৌমেন পাল-সহ কয়েকজন চাকরিপ্রার্থী পর্ষদের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে (Calcutta High court) মামলা করেন। তাঁদের বক্তব্য ছিল, ২০১৬ সালের নিয়ম অনুযায়ী ডিএলএড প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন যাঁরা, তাঁরাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। এ ক্ষেত্রে ২০২০-২২ সালের প্রার্থীদের প্রশিক্ষণ সম্পূর্ণ হয়নি। এক্ষেত্রে তাঁরা কী ভাবে চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন! পর্ষদের সিদ্ধান্ত বহাল রাখেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন, বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দেয়।

আরও পড়ুন: অভিষেকের জনসভা বাঁকুড়ায়, নেতা-কর্মী-সমর্থকদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে

Latest article