রক্ষাকবচ সঞ্জয়ের: অযথা তলব বা অফিস-বাড়িতে তল্লাশি নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

১ মার্চ সরকারি প্যানেলভুক্ত আইনজীবী সঞ্জয় বসুর বাড়িতে তল্লাশি চালায় ইডি।

Must read

সুপ্রিম কোর্ট (Supreme Court) এবার আইনজীবী সঞ্জয় বসুকে (Sanjay Basu) দিল রক্ষাকবচ। শীর্ষ আদালত নিজের রায়ে জানিয়ে দিল, অযথা ডেকে পাঠিয়ে হয়রানি বা ভিত্তি ছাড়াই সঞ্জয় বসুর অফিস কিংবা বাড়িতে তল্লাশি করা যাবে না। হাই কোর্টের বিচারপতির রায়ের একটি অংশ খারিজ করেছে সুপ্রিম কোর্ট। মূল মামলা কলকাতা হাই কোর্টে ফেরত পাঠানো হয়েছে। সঞ্জয় বসুর বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। তেমন হলে জিজ্ঞাসাবাদও করতে পারবে তারা।

আরও পড়ুন-হাইকোর্টের  ডিভিশন বেঞ্চে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

১ মার্চ সরকারি প্যানেলভুক্ত আইনজীবী সঞ্জয় বসুর বাড়িতে তল্লাশি চালায় ইডি। টানা অভিযানের পরে ২ মার্চ তাঁর বাড়ি ছাড়েন ইডির আধিকারিকরা। তাঁকে তলবও করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর পাশাপাশি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আইনি রক্ষাকবচ নেন আইনজীবী বসু। সেখানে উচ্চ আদালত নির্দেশ দিয়েছিল, আইনজীবী সঞ্জয় বসুকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি‌। তাঁকে গ্রেফতার করা যাবে না। তাঁর বাড়িতে চালানো যাবে না তল্লাশি। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের যায় ED। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে বিচারপতি ভি রামসুব্রহ্মণ্যম ও বিচারপতি পঙ্কজ মিত্তলের বেঞ্চ এই নির্দেশ দেয়।

Latest article