রাজভবনে ‘বাংলার নববর্ষ’ উৎসব, সেদিন থেকেই রাজভবন খুলছে জনসাধারণের জন্য

এই বছর পয়লা বৈশাখ থেকেই জন সাধারণের জন্য খুলে দেওয়া হবে রাজভবন। "হেরিটেজ ওয়াক" নাম দেওয়া হয়েছে সেই অনুষ্ঠানের

Must read

রাজভবনে (Rajbhavan) এই বছর পালিত হবে ‘বাংলার নববর্ষ’ উৎসব। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের এই জন্য ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই দিনের নববর্ষ পালন অনুষ্ঠানে থাকতে পারেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-রক্ষাকবচ সঞ্জয়ের: অযথা তলব বা অফিস-বাড়িতে তল্লাশি নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

রাজভবন সূত্রে খবর এদিন বাংলার সংস্কৃতিকে তুলে আনা হবে। বাংলা ভাষার উপর আলোচনা হতে চলেছে। পয়লা বৈশাখ বিকেলে রাজভবনে হবে এই অনুষ্ঠান। কিছুদিন আগেই সরস্বতী পুজোর দিন বাংলা ভাষা শেখার জন্য হাতে খড়ি করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । আমন্ত্রিত অতিথিদের তালিকা প্রস্তুত হচ্ছে।

আরও পড়ুন-হাইকোর্টের  ডিভিশন বেঞ্চে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ

জানা গিয়েছে এই বছর পয়লা বৈশাখ থেকেই জন সাধারণের জন্য খুলে দেওয়া হবে রাজভবন। “হেরিটেজ ওয়াক” নাম দেওয়া হয়েছে সেই অনুষ্ঠানের। রাজভবনের ভিতরে দুর্লভ জিনিস এবার থেকে সাধারণ মানুষ দেখতে পাবে৷ কিছুদিন আগেই রাষ্ট্রপতি, রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর হাতে রাজভবন-এর চাবি তুলে দেন৷ সেদিন রাজ্যপাল জানান হেরিটেজ ওয়াক-এর জন্য ১ বৈশাখ থেকে খুলে দেওয়া হবে রাজভবন ৷

Latest article