‘কেন হাথরসের মতো ঘটনা ঘটল’ সংসদে বিস্ফোরক ডঃ কাকলি ঘোষ দস্তিদার

এই নিয়ে বক্তব্য রাখছেন রেখেছেন আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল। বলা হয়েছে লোকসভায় মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষিত থাকবে।

Must read

সংসদের অধিবেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। লোকসভায় (Loksabha) মহিলা সংরক্ষণ বিল (women reservation bill) নিয়ে আলোচনা চলছে। এই নিয়ে বক্তব্য রেখেছেন আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল। বলা হয়েছে লোকসভায় মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষিত থাকবে। দিল্লি বিধানসভায় ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। রাজ্য বিধানসভায় ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। ১৫ বছরের জন্য এই সংরক্ষণ প্রযোজ্য হবে। এরপর কোন পরিবর্তন হবে কিনা সংসদ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আজ লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা শুরু করছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী।

আরও পড়ুন-চিকেন সাওয়রমা খেয়ে মৃত্যু ছাত্রীর, তদন্তে পুলিশ

এদিন সংসদে তৃণমূল কংগ্রেসের তরফে বক্তব্য রাখতে গিয়ে ডঃ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘নারী নিরাপত্তার ক্ষেত্রে ব্যর্থ মোদী সরকার। মহিলাদের ওপর অত্যাচার বন্ধ করতে পারেননি।’ এদিন প্রশ্ন করেন তিনি, ‘কেন হাথরসের মতো ঘটনা ঘটল। কেন ১০০ দিনের কাজের জব কার্ড থাকা সত্ত্বেও মহিলারা টাকা পাচ্ছেন না?’ তিনি ক্ষোভের সুরেই বলেন, ‘বিজেপি শাসিত ১৬ রাজ্যে কেন একজনও মহিলা মুখ্যমন্ত্রী নেই?’

আরও পড়ুন-দিল্লিতে বাড়ির মধ্যে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এদিন সংসদে বলেন, ‘আমরা এই বিলটিকে সমর্থন করি। পশ্চিমবঙ্গই দেশের একমাত্র রাজ্য যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন। ১৬টি রাজ্যে বিজেপির সরকার থাকলেও সেখানে একজনও মহিলা মুখ্যমন্ত্রী নেই। লোকসভায় তৃণমূলের ৪০% মহিলা সাংসদ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের স্বাস্থ্য, শিক্ষা এবং প্রশাসনিক পরিষেবা সম্পর্কে সকলকে সচেতন করছেন।

আরও পড়ুন-রাতে মুম্বই পৌঁছনোয় সেদিন যেতে পারিনি, জয়াকে প্রণাম করে বললেন অভিষেক

তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে, মহিলাদের অধিকার বজায় রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। ১৯৯৬ সালে যখন এটি প্রথম উত্থাপিত হয়েছিল তখন থেকেই তিনি আবেগের সাথে নারীদের অধিকারের পক্ষে ছিলেন। গীতা মুখোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত কমিটির সদস্য ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের যেকোনো দলের চেয়ে আমাদের নারী মন্ত্রীর সংখ্যা বেশি। বাংলা সাহসের সাথে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের উন্নতির জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করেছেন। তবে নির্বাচনের আগে এটি কেন্দ্রের ছলনা ছাড়া কিছুই না।’

 

 

 

Latest article