চিকেন সাওয়রমা খেয়ে মৃত্যু ছাত্রীর, তদন্তে পুলিশ

সূত্রের খবর, সোমবার চিকিৎসা চলাকালীন নবম শ্রেণির পড়ুয়া কালাইয়ারাশির মৃত্যু হয়। মৃতার পরিবারকে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়

Must read

চিকেন সাওয়রমা খাদ্যরসিকদের পছন্দের তালিকায় ওপরের দিকেই রয়েছে। এবার এই চিকেন সাওয়রমা (Chicken Shawarma) খেয়েই তামিলনাড়ুতে মৃত্যু হল এক তরুণীর। তামিলনাড়ুর (Tamil Nadu) নামাক্কালে এক রেস্তোরাঁ থেকে আনা চিকেন সাওয়রমা খেয়ে সোমবার মৃত্যু হল ১৪ বছরের ডি কালাইয়ারাশির।

আরও পড়ুন-দিল্লিতে বাড়ির মধ্যে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

জানা গিয়েছে, গত ১৬ তারিখ শনিবার এই নাবালিকা তার বাবা ধাবাকুমার (৪৪), মা সুজাতা (৩৮), ভাই ভূপতি (১২), জেঠু সিনজ (৬০) এবং জেঠিমা কবিতার (৫৬) সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার সময় রাতের খাবার হিসেবে এক রেস্তোরাঁ থেকে কিছু খাবার কেনেন। তালিকায় ছিল চিকেন সাওয়রমা। বাড়িতে ফিরে সেই খাবার খাওয়ার পর থেকেই কালাইয়ারাশি এবং তার পরিবারের সকলেরই পেট যন্ত্রণা এবং বমি শুরু হয়। অবস্থা বুঝে রাতেই তারা নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে গিয়ে ভর্তি হন।

আরও পড়ুন-মনরেগার টাকা বকেয়া অথচ বৈভবে অর্থ খরচ! খোঁচা বিরোধীদের

সূত্রের খবর, সোমবার চিকিৎসা চলাকালীন নবম শ্রেণির পড়ুয়া কালাইয়ারাশির মৃত্যু হয়। মৃতার পরিবারকে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও তাদের অবস্থা এখন স্থিতিশীল। পুলিশের তরফে খবর, কালাইয়ারাশির দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবুও তার আগেই ঘটনার ফলে একটি অভিযোগ দায়ের করেছে পুলিশ। জানা গিয়েছে, সেই রাতে ওই রেস্তোরাঁ থেকে চিকেন সাওয়রমা খেয়ে মেডিক্যাল কলেজের ১৩ জন পড়ুয়া খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ এনেছে।

Latest article