জাতীয়

‘কেন হাথরসের মতো ঘটনা ঘটল’ সংসদে বিস্ফোরক ডঃ কাকলি ঘোষ দস্তিদার

সংসদের অধিবেশন ইতিমধ্যেই শুরু হয়েছে। লোকসভায় (Loksabha) মহিলা সংরক্ষণ বিল (women reservation bill) নিয়ে আলোচনা চলছে। এই নিয়ে বক্তব্য রেখেছেন আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল। বলা হয়েছে লোকসভায় মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষিত থাকবে। দিল্লি বিধানসভায় ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। রাজ্য বিধানসভায় ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। ১৫ বছরের জন্য এই সংরক্ষণ প্রযোজ্য হবে। এরপর কোন পরিবর্তন হবে কিনা সংসদ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আজ লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা শুরু করছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী।

আরও পড়ুন-চিকেন সাওয়রমা খেয়ে মৃত্যু ছাত্রীর, তদন্তে পুলিশ

এদিন সংসদে তৃণমূল কংগ্রেসের তরফে বক্তব্য রাখতে গিয়ে ডঃ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘নারী নিরাপত্তার ক্ষেত্রে ব্যর্থ মোদী সরকার। মহিলাদের ওপর অত্যাচার বন্ধ করতে পারেননি।’ এদিন প্রশ্ন করেন তিনি, ‘কেন হাথরসের মতো ঘটনা ঘটল। কেন ১০০ দিনের কাজের জব কার্ড থাকা সত্ত্বেও মহিলারা টাকা পাচ্ছেন না?’ তিনি ক্ষোভের সুরেই বলেন, ‘বিজেপি শাসিত ১৬ রাজ্যে কেন একজনও মহিলা মুখ্যমন্ত্রী নেই?’

আরও পড়ুন-দিল্লিতে বাড়ির মধ্যে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এদিন সংসদে বলেন, ‘আমরা এই বিলটিকে সমর্থন করি। পশ্চিমবঙ্গই দেশের একমাত্র রাজ্য যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন। ১৬টি রাজ্যে বিজেপির সরকার থাকলেও সেখানে একজনও মহিলা মুখ্যমন্ত্রী নেই। লোকসভায় তৃণমূলের ৪০% মহিলা সাংসদ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের স্বাস্থ্য, শিক্ষা এবং প্রশাসনিক পরিষেবা সম্পর্কে সকলকে সচেতন করছেন।

আরও পড়ুন-রাতে মুম্বই পৌঁছনোয় সেদিন যেতে পারিনি, জয়াকে প্রণাম করে বললেন অভিষেক

তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে, মহিলাদের অধিকার বজায় রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। ১৯৯৬ সালে যখন এটি প্রথম উত্থাপিত হয়েছিল তখন থেকেই তিনি আবেগের সাথে নারীদের অধিকারের পক্ষে ছিলেন। গীতা মুখোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত কমিটির সদস্য ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের যেকোনো দলের চেয়ে আমাদের নারী মন্ত্রীর সংখ্যা বেশি। বাংলা সাহসের সাথে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের উন্নতির জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করেছেন। তবে নির্বাচনের আগে এটি কেন্দ্রের ছলনা ছাড়া কিছুই না।’

 

 

 

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago