লড়ে হার ডায়মন্ড হারবারের

রেফারিং নিয়ে ক্ষোভ কিবুর

Must read

প্রতিবেদন : কলকাতা প্রিমিয়ার লিগে প্রথম হারের স্বাদ পেল ডায়মন্ড হারবার (DHFC)। টানা সাত ম্যাচ অপরাজিত থেকে মঙ্গলবার মাঠে নেমেছিল ডায়মন্ড হারবার। কিন্তু কালীঘাট এমএসের (Kalighat MS) বিরুদ্ধে লড়াই করেও ০-১ গোলে হেরে গেল তারা। এর ফলে ৮ ম্যাচে ডায়মন্ড হারবারের পয়েন্ট ১৭। গ্রুপ ‘এ’-র শীর্ষস্থান এখনও নিজেদের দখলে রাখলেও, মোহনবাগান নিজেদের পরের ম্যাচ জিতলে, ডায়মন্ড হারবারকে দ্বিতীয় স্থানে নেমে যেতে হবে।
ম্যাচের পর রেফারিং নিয়ে ক্ষোভ উগরে দেন কিবু ভিকুনা। ডায়মন্ড হারবার (DHFC) কোচের অভিযোগ, রেফারি বারবার অহেতুক বাঁশি বাজিয়ে তাঁর দলের খেলার ছন্দ নষ্ট করেছেন। খেলা শেষ হওয়ার পর রেফারির সঙ্গে কথা বলতে গেলে হলুদ কার্ড দেখেন কিবু। স্প্যানিশ কোচের ক্ষোভ, খারাপ রেফারিংয়ের কারণেই ভারতীয় ফুটবল উন্নতি করতে পারছে না।

আরও পড়ুন- বিশ্ব অ্যাথলেটিক্সে নেতৃত্ব দেবেন নীরজ

এদিন প্রথমার্ধে তুল্যমূল্য লড়াই হয়েছে। আগের ম্যাচে পিয়ারলেসের সঙ্গে ১-১ ড্র করেছিল ডায়মন্ড হারবার। তাই শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়েছিলেন কিবুর ফুটবলাররা। অন্যদিকে, এবারের লিগে ভাল ছন্দে রয়েছে কালীঘাট এমএস। মোহনবাগানের মতো দলকে আটকে দিয়েছিল তারা। এদিনও প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় কালীঘাট। পিছিয়ে পড়ে হাল ছাড়েনি ডায়মন্ড হারবার। বরং দ্বিতীয়ার্ধের প্রথম মিনিট থেকেই খোঁচা খাওয়া বাঘের মতোই কালীঘাটের রক্ষণে ঝাঁপিয়ে পড়েছিলেন রাহুল পাসোয়ানরা। একের পর এক গোলের সুযোগও তৈরি হচ্ছিল। কিন্তু এদিন ভাগ্য সহায় ছিল না। ডায়মন্ড হারবারের ফুটবলারদের নেওয়া তিনটে শট বারে লাগে। ফলে শেষ মিনিট পর্যন্ত কালীঘাটকে চাপে রেখেও গোল শোধ করতে পারেননি রাহুলরা।
তবে হেরে গেলেও ভেঙে পড়ছেন না কিবু। ডায়মন্ড হারবার কোচের বক্তব্য, আমার দল যথেষ্ট ভাল খেলেছে। কিন্তু ফুটবলে গোলই শেষ কথা। সেটা করতে পারেনি। তবে রেফারিং খুব খারাপ হয়েছে। ওদের পেনাল্টি নিয়ে কোনও অভিযোগ নেই। তবে রেফারি আমাদের একটা নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন। আমি আত্মবিশ্বাসী, পরের ম্যাচেই দল ঘুরে দাঁড়াবে।

Latest article